লড়াই চললো বেশ। প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা।
লিসবনে গতকাল রাতে বেনফিকার মাঠে ৪-৫ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। ভাগ্যেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে প্রথমার্ধে এগিয়ে থাকে বেনফিকা। বার্সার হয়ে ব্যবধান কমান রবের্ত লেভাদোভস্কি। বিরতির পর গোল পান রাফিনিয়া। পরে রোনাল্দ আরাউহোর আত্মঘাতী গোলে ফের ব্যবধান বাড়ে বেনফিকার। শেষদিকে এরিক গার্সিয়া, লেভানদোভস্কি ও রাফিনিয়ার গোলে এগিয়ে যায় কাতালানরা।
ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোতে কোয়ালিফাই করেছে বার্সেলোনা। তাদের সঙ্গে কোয়ালিফাই করা লিভারপুল সাত ম্যাচের সবগুলোতে জয় নিয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর ১০ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে বেনফিকা।
ঘরের মাঠে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বেনফিকা। সতীর্থ থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে পাস বাড়ান আলভারো ফার্নান্দেস। পায়ের টোকায় সেটি জালে পাঠান পাভলিদিস। ত্রয়োদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান লেভানদোভস্কি। আলেহান্দ্রো বালদে বেনফিকার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
২২তম মিনিটে ভুল করে বসেন বার্সা গোলরক্ষক স্ট্যান্সনি। বক্সের অনেক বাইরে এসে বল ক্লিয়ারের চেষ্টায় ব্যর্থ হন তিনি। সেটি টেনে নিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন পাভলিদিস। ২৮তম মিনিটে বার্সা গোলরক্ষক করেন আরও একবার ভুল। নিজেদের বক্সে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান বাড়ানোর পাশাপাশি হ্যাটট্রিক পূর্ণ করেন পাভলিদিস।
বিরতির পরও লড়াই চলতে থাকে জমজমাট। ৬৪তম মিনিটে গিয়ে বার্সার ব্যবধান কমান রাফিনিয়া। বেনফিকা গোলরক্ষকের ভুলে বক্সের সামনেই বল পেয়ে যান তিনি। তার হেডে বল এসে জড়ায় জালে। চার মিনিট পর গোল পায় বেনফিকা। নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোলটি করেন আরাউহো।
৭৮তম মিনিটে ইয়ামাল বেনফিকার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। সফল স্পট কিকে ব্যবধান কমান লেভানদোভস্কি। ৮৬তম মিনিটে দলকে সমতায় ফেরান গার্সিয়া। পেদ্রির ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। যোগ করা সময়ে কাতালানদের এগিয়ে নেন রাফিনিয়া। ফেরান তরেসের পাস থেকে বল টেনে নিয়ে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
আরইউ