ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফর্টিসকে হারিয়ে শীর্ষ তিনে শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
ফর্টিসকে হারিয়ে শীর্ষ তিনে শেখ রাসেল ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছুটছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ ফর্টিস এফসির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে টেবিলের শীর্ষ তিনে উঠে এসেছে ক্লাবটি।

একমাত্র এই গোলটি আসে চার্লস দিদিয়েরের পা থেকে।  

ম্যাচের পঞ্চম মিনিটে জামাল ভুঁইয়ার নিচু করে নেওয়া ফ্রিকিক বক্স থেকে ডান পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন দিদিয়ের। পরবর্তীতে আর কোনো দল গোল না পাওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে জুলফিকার মাহমুদের দল।  

এই জয়ে আট ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে শেখ রাসেল। আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র'য়ের পর বসুন্ধরা কিংসের কাছে ৩-১ গোলে হেরেছিল শেখ রাসেল। এরপর আজমপুর ফুটবল ক্লাবেকে ১-০ গোলে হারিয়ে জয়ে ফিরে দলটি। অপরদিকে ৮ ম্যাচে আট পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ফর্টিস।

একই দিনের অন্য ম্যাচে সোলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে আজমপুরকে ৬-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বড় এই জয়ে একটি করে গোল করেছেন ড্যানিয়েল ফেবলেস, আরিফ হোসেন ও সাজ্জাদ হোসেন। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সাদা-কালোরা। আর এক পয়েন্ট নিয়ে তলানিতে আজমপুর।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।