ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে আর্জেন্টিনায় প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে আর্জেন্টিনায় প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব

আর্জেন্টিনায় প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আর্জেন্টিনার প্রথম বিভাগের দল লা প্লাতা জিমনেসিয়া এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামালকে।

ক্লাবটির ফুটবল দলের টিম লিডার নাবিল খান এ তথ্য নিশ্চিত করেছেন।  

কিছুদিন আগে এই জিমনেসিয়া ক্লাবের ম্যাচেই বাংলাদেশের পতাকা মেলে ধরে কৃতজ্ঞতা জানিয়েছিল আর্জেন্টিনা পেশাদার ফুটবল লিগ। কোচিং ক্যারিয়ারের শেষ দিকে ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে আর্জেন্টিনার লা প্লাতা শহরে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে শেখ জামাল।

নাবিল খান বলেন, ‘আর্জেন্টিনার প্রথম ডিভিশনের ক্লাব জিমনেসিয়া বাংলাদেশের কোনও একটা ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চায়। তারই ধারাবাহিকতায় তারা শেখ জামালকে খেলার প্রস্তাব দিয়েছে। ক্লাবের প্রেসিডেন্টের ইস্যু করা একটা অফার লেটার আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে বলা আছে আমরা চাইলে আর্জেন্টিনা যেয়ে খেলতে পারি। তারা সব ধরনের সহযোগিতা করবে। পুরো বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকরা যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই প্রস্তাব দেয়া হয়েছে। ’

শেখ জামালের কাছে যে মাধ্যমে এই প্রস্তাব এসেছে তাও জানিয়েছেন নাবিল খান। তিনি বলেন, ‘যে এই অফার লেটারটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সে একজন প্রফেশনাল দৌড়বিদ। বিভিন্ন ম্যারাথনে তিনি অংশ নেন। তার নাম সেবাস্তিয়ান গুবিয়া। সে জিমনেসিয়ার একজন পাড় সমর্থক। তার মাধ্যমেই খেলতে যাওয়ার অফার লেটার পাঠিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। ’

ঠিক কবে নাগাদ জিমনেসিয়ার বিপক্ষে খেলা হবে তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। কারণ বর্তমানে দেশের ক্লাব মৌসুম চলছে। এই বিষয়ে নাবিল বলেন, ‘অফার আমাদের হাতে মাত্রই এসেছে। মৌসুমের এই মাঝপথে তো খেলা সম্ভব না। আমাদের মৌসুম শেষ হলে ওদের সু্যোগ খেলা যাবে। তবে ঐ সময়ে যদি আবার তাদের প্রি-সিজন থাকে তখনও খেলা সম্ভব না। সেক্ষেত্রে দুই ক্লাবের সময় মিললেই খেলা যাবে। অফার তো আমরা মাত্রই পেলাম আমরা এখনো কোনও সিদ্ধান্ত নেইনি। আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।