ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চোটে পড়ে রিয়ালের বিপক্ষে অনিশ্চিত দে পল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
চোটে পড়ে রিয়ালের বিপক্ষে অনিশ্চিত দে পল

আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল ঊরুর চোটে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে। রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলার সময় এই চোট পান তিনি।

ম্যাচটিতে আতলেতিকো ১-০ ব্যবধানে জিতলেও দে পলকে নিয়ে দুঃসংবাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

আগামীকালই ডার্বিতে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করতে হবে আতলেতিকোকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দে পল কি খেলতে পারবেন কিনা, এই বিষয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও আতলেতিকো তার ফেরার সময় উল্লেখ করেনি।  

লা লিগায় ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে আছে আতলেতিকো। ৪৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল সোসিয়েদাদ। ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল ও ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।