ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তিন ম্যাচে দুই হ্যাটট্রিক রোনালদোর, সবার ওপরে তার দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
তিন ম্যাচে দুই হ্যাটট্রিক রোনালদোর, সবার ওপরে তার দল ছবি: সংগৃহীত

বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই। ইউরোপও ছেড়ে গেছেন এ বছর।

ক্রিস্তিয়ানো রোনালদোর গোল করার নেশা অবশ্য কমছে না। সৌদি লিগেও দাপট দেখাচ্ছেন তিনি। সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই দেখা পেয়েছেন হ্যাটট্রিকের, জয় পেয়েছে তার দলও।

শুক্রবার সৌদি আরবের প্রো লিগে দামাক এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসের। ম্যাচের সবগুলো গোলই এসেছে রোনালদোর পা থেকে। এই জয়ের পর ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে নাসের। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল ইত্তিহাদ।

দামেকের বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতর বল ফারুক চাপাইয়ের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল করতে ভুল করেননি রোনালদো। পাঁচ মিনিট বাদেই দারুণ এক গোল করেন তিনি।

পর্তুগিজ তারকা বল পান সুলতান আল গানামের কাছ থেকে। এরপর বাঁ পায়ের জোরালো শটে বল জড়ান বক্সের বাইরে থেকেই। বিরতির আগেই হ্যাটট্রিকও পূরণ করেন রোনালদো।

এবার আয়মাহ ইয়াহইয়ার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে নেওয়া শটে গোল করেন তিনি। বিরতির পর ম্যাচে আর কোনো গোল হয়নি। রোনালদোর হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসের।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।