ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

পালমাসকে উড়িয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
পালমাসকে উড়িয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা পেয়ে দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়র ছাড়াই নামতে হয়েছে রিয়াল মাদ্রিদের। এতে অবশ্য সমস্যা হয়নি।

তাদের পথ দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল পেয়েছেন তিনি। গোলের দেখা পেয়েছেন রদ্রিগো ও ব্রাহিম দিয়াসও। বড় জয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে লস ব্লাঙ্কোসরা।  

আগের দিন আতলেতিকো মাদ্রিদের হার ও বার্সেলোনার ড্রয়ের পরই টেবিল টপার হওয়ার দারুন সুযোগ পায় রিয়াল। সেই সুযোগ হাতছাড়া করেনি তারা। আজ লা পালমাসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে চূঁড়ায় উঠেচে কার্লো আনচেলত্তির দল।  

২০ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। ২২ পয়েন্ট নিয়ে চতুর্দশ অবস্থান লা পালমাসের।  

যদিও ম্যাচ শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যায় ক্লাবটি। বক্সের মধ্যে সান্দ্রোকে খুঁজে নেন ফাবিও সিলভা। সেখানেই বল দেওয়া নেওয়া করে জালে পাঠান এই স্ট্রাইকার। দুই মিনিট পর সুযোগ পায় রিয়াল। বক্সের বাইরে থাকা সতীর্থের পাস ফাঁকায় পান দিয়াস। তবে পা ছোঁয়াতে পারেননি তিনি।  

অষ্টদশ মিনিটে গিয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। আগের মিনিটে নিজেদের বক্সে রদ্রিগোকে ফাউল করেন সান্দ্রো। তখনই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি এমবাপ্পে। ৩৩তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন ব্রাহিম। প্রতিআক্রমণ থেকে পাওয়া বল শট নেন এমবাপ্পে। তবে তার প্রচেষ্টা ব্যর্থ হয় পালমাসের গোলরক্ষকের জন্য। ফিরতি বল ভাস্কেস থেকে পেয়ে জালে পাঠান মরক্কোর ফরোয়ার্ড।  

তিন মিনিট পর ব্যবধান বাড়ান এমবাপ্পে। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে কয়েকজনকে কাটিয়ে বেলিংহ্যামের উদ্দেশে বল বাড়ান রদ্রিগো। তবে ইংলিশ মিডফিল্ডার ছেড়ে দেন এমবাপ্পের জন্য। ফাঁকায় বল পাঠাতে ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড। কিছুক্ষণ পর হ্যাটট্রিক হয়ে যেত তার। রদ্রিগো থেকে পাওয়া বল জালে পাঠান তিনি। তবে অফসাইডে থাকার কারণে ভিএআর দেখে রেফারি সেটা বাতিল করেন।  

বিরতির পর গোল পান রদ্রিগো। ৫৭তম মিনিটে ফ্রান গার্সিয়া থেকে পাওয়া বল বক্সে পাঠান এমবাপ্পে। সেখান থেকে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৬২তম মিনিটে লা পালমাসের রামিরেস ফাউল করেন ভাস্কেসকে। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও পরবর্তীতে ভিএআর দেখে তাকে লাল কার্ড দেখান।  

দশ জনের লা পালমাসের জালে আবারও বল পাঠান বেলিংহ্যাম। কিন্তু লাভ হয়নি অবশ্য। কারণ বক্সের মধ্যে পাস দেওয়া রুডিগার আগেই ছিলেন অফসাইডে। ভিএআর দেখে রেফারি সিদ্ধান্তটি জানান। ৮৭তম মিনিটে আরও একবার পালমাসের জালে বল পাঠায় রিয়াল। ভালভার্দের চোখধাধাঁনো গোলটি অবশ্য বাতিল হয় ভাস্কেস অফসাইডে থাকার কারণে।  

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।