ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেখ রাসেল ক্লাবের সঙ্গে কাজ করতে ইচ্ছুক রিভার প্লেট

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
শেখ রাসেল ক্লাবের সঙ্গে  কাজ করতে ইচ্ছুক রিভার প্লেট

আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের দুই সদস্য বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলো ঘুরে দেখছেন রিভার প্লেটের আন্তর্জাতিক ফুটবল কমিটির চেয়ারম্যান সেবাস্তিয়ান পেরেজ এসকোবার এবং জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল স্কুল বিভাগের উপদেষ্টা গঞ্জালো লামাস।

শীর্ষস্থানীয় ক্লাবগুলোর সুযোগ-সুবিধা পরখ করে দেখছেন তারা। এরই ধারাবাহিকতায় আজ পা রাখেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। ক্লাবের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে তাদের বরণ করেন শেখ রাসেলের ডিরেক্টর অফ ফিন্যান্স মোঃ ফখরুদ্দিন এবং অন্যান্য কর্মকর্তারা।  

বসুন্ধরা আবাসিক এলাকাস্থ শেখ রাসেলের ক্লাব ভবনে আসেন রিভার প্লেটের দুই কর্মকর্তা। আর্জেন্টিনার প্রতিনিধিদের শেখ রাসেল ক্লাবের জার্সি উপহার দিয়েছেন ক্লাব কর্তারা। সেখানেই শেখ রাসেল ক্লাবের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন তারা। রিভার প্লেটের আন্তর্জাতিক ফুটবল কমিটির চেয়ারম্যান সেবাস্তিয়ান পেরেজ এসকোবার বলেন, ‘আমরা ফুটবলার তৈরি করতে জানি। আমরা তাদের পেশাদার ফুটবলার হিসেবে গড়ে উঠতে সহায়তা করতে পারবো। ক্লাবের পাশাপাশি এখানে একাডেমি গড়ে তোলা সম্ভব। তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দিয়ে এবং খেলাধুলার পাশাপাশি তাদের লেখাপড়াও ঠিক রেখে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। ’

ক্লাবের ডিরেক্টর অফ ফিন্যান্স ফখরুদ্দিন বলেন, ‘বাংলাদেশে বিকেএসপি একমাত্র সরকারি প্রতিষ্ঠান যেখানে খেলাধুলা এবং লেখাপড়া সমানভাবে চালিয়ে যাওয়া যায়। এছাড়া বেসকারিভাবেও তেমন সুযোগ সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান নেই। আমরা তাদের প্রস্তাব দিয়েছি। বিকেএসপির মত প্রতিষ্ঠান গড়ে তোলার। তারা বিষয়টি আমলে নিয়েছেন। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তার দিকনির্দেশনায় আমরা এগিয়ে যেতে চাই। ’

‘আমরা রিভার প্লেটকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছি। তারা আগ্রহ প্রকাশ করেছে। তারা দেশে ফিরে বিশদ আলোচনা করে আমাদের জানাবে বলে জানিয়েছেন। আমরাদের ক্লাবের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর দেশের ক্রীড়ার মান উন্নয়নে সবসময়ই সচেষ্ট। তার নির্দেশনায় আগামীতে দুই দেশের ক্লাব মিলে ভালো কিছুর আশায়ই আমরা আছি। ’

রিভার প্লেটের সঙ্গে কী ধরনের কাজ করতে পারেন? তাদের সঙ্গে ফুটবলের মান উন্নয়নের জন্য কোনও চুক্তি স্বাক্ষরিত হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে ফখরুদ্দিন বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে তাদের কিছু বিষয়ে প্রাথমিক প্রস্তাবনা দিয়েছি। তারা আগ্রহ প্রকাশ করেছেন। আশা করি তাদের সঙ্গে ফুটবলের মান উন্নয়নে দ্রুতই আমরা কাজ করতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।