ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফ্র্যাঞ্চাইজি যুগে প্রবেশ করছে নারী ফুটবল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
ফ্র্যাঞ্চাইজি যুগে প্রবেশ করছে নারী ফুটবল ফাইল ছবি

নতুন যুগে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। প্রথমবারের মতো ‘ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

'কে স্পোর্টস' এর তত্ত্ববধানে ও বাফুফের ব্যবস্থাপনায় আসরটি আয়োজিত হবে। এ উপলক্ষে আগামীকাল (১৩ মার্চ) রাজধানীর একটি পাঁচতারকা হোটলে সংবাদ সম্মেলন ডেকেছে দেশের ফুটবলের সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা।  

রোববার (১২ মার্চ) সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন।  

বাংলাদেশ নারী ফুটবল লিগ বা পেশাদার লিগ আয়োজন হলেও ‘ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ’  কখনো আয়োজন করেনি বাফুফে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।