ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আনচেলত্তির সঙ্গে কথা হয় না হ্যাজার্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
আনচেলত্তির সঙ্গে কথা হয় না হ্যাজার্ডের

বড় স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এডেন হ্যাজার্ড। কিন্তু দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো ইনজুরি ও ফিটনেস।

যে কারণে দলে অনেকটাই ব্রাত্য হয়ে পড়েন এই বেলজিয়ান উইঙ্গার। বিশ্বকাপ থেকে ফেরার পর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। তাই কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছে তার। দুজন একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলেন না।  

মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান হ্যাজার্ড। তিনি বলেন, ‘আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা আছে। তবে এটা বলব না যে আমাদের মধ্যে কথা হয়। কারণ আমরা একে অপরের সঙ্গে কথাই বলি না। তবে আমি জোর দিয়ে বলতে পারি তার প্রতি শ্রদ্ধাটা সবসময়ই থাকবে। এমনকি তিনি যদি আমাকে আর না খেলান তারপরেও। তিনি তার ক্যারিয়ারে যা করেছেন সেজন্য তাকে সম্মান দিতেই হবে। ’  

রিয়ালের সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি রয়েছে হ্যাজার্ডের। তবে গুঞ্জন আছে, চলতি মৌসুম শেষেই তাকে বিক্রি করে দিতে পারে রিয়াল। হ্যাজার্ড বলেন, ‘আমি থাকতে চাই। আমাকে নিয়ে চারপাশে যে শঙ্কার ঘোর চলছে তা বুঝতে পারছি। তবে আমি পরের বছরে খেলতে চাই। আশা করি কোনো কিছুতে অবদান রাখতে পারব আমি এবং কোচ আমাকে গোনায় ধরবেন। দেখা যাক মৌসুমের শেষে কিছু ম্যাচ খেলতে পারি কি না। ’

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।