ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কঠিন চ্যালেঞ্জ দেখছেন কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
কঠিন চ্যালেঞ্জ দেখছেন কাবরেরা

সিলেট থেকে: ফিফা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে (২৫ মার্চ) জয় পেয়েছে বাংলাদেশ। আগামীকাল (২৮ মার্চ) দ্বিতীয় ম্যাচে সিশেলসের মুখোমুখি হবে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জয় পাওয়াটা সহজ হবে না বলে জানিয়েছেন দলের কোচ কাবরেরা।

আজ সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমাদের লক্ষ্য পূর্ণ হয়নি এখনও। এটা সবাই জানে। কালকের ম্যাচটা কঠিন হবে। যেমনটা গত ম্যাচেও হয়েছিল। তবে আমরা তা সামাল দিতে প্রস্তুত। ’

আগামী ম্যাচে সিশেলস নিজেদের সেরাটা দিয়েই জয়ের চেষ্টা করবে বলে মনে করেন কাবরেরা। তবে তাদের জয়ের কোনও সুযোগ দিতে নারাজ বাংলাদেশের কোচ, ‘তারা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করবে। তারা অবশ্যই চাইবে না খালি হাতে ফেরত যেতে। আমরা নিজেদের খেলাটাই খেলব। সুযোগ তৈরি করতে চাই। প্রতিপক্ষকে বেশি সুযোগ দিতে চাই না। ’

আগামী ম্যাচে জয় নিয়ে সিরিজ জিততে চান করতে চান কাবরেরা। এই সিরিজ জয় করে সাফের প্রস্তুতি নিতে চান তিনি, ‘ট্রফিটা জিততে পারলে এটা দারুণ ব্যপার। তবে আমরা সেভাবে চিন্তা করছি না। কারণ আমাদের লক্ষ্য সাফের জন্য প্রস্তুতি নেওয়া। সাফ হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য। ’

সিশেলস দলের কোচ বলেছিলেন বাংলাদেশ দলের ফরোয়ার্ডরা গোল পাচ্ছে না। তাই ডিফেন্সের খেলোয়াড়দের দিকে বেশি নজর দিতে চান তিনি। তিনি বলেন, ‘কে স্কোর করলো সেটা বড় ব্যাপার নয়। গোল পাওয়াটাই বড় কথা। যে কেউই তা করতে পারে। ফরোয়ার্ড, মিডফিল্ডার এমনকি গত ম্যাচের মতো একজন ডিফেন্ডারও আগামী ম্যাচে গোল করতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।