ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দারুণ জয়ে পয়েন্ট টেবিলের সাতে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
দারুণ জয়ে পয়েন্ট টেবিলের সাতে লিভারপুল

অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোল পাল্টা গোলে জমে উঠেছিল লিভারপুলের লড়াই। ২৩ মিনিটের মধ্যে হলো পাঁচ গোল।

লিভারপুল ৩-২ গোলে টানা দ্বিতীয় জয়ে প্রিমিয়ার লিগে সাতে উঠে গেলো।

ম্যাচের শুরু থেকে চাপ দেওয়া লিভারপুলকে আটকে রাখতে রক্ষণাত্মক কৌশল নেয় নটিংহ্যাম। সেট-পিসে স্বাগতিকদের ভয়ঙ্কর দেখাচ্ছিল; রক্ষণ জমাট রেখে প্রথমার্ধে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয় নটিংহ্যাম।

বিরতির পরপরই অবশ্য এগিয়ে যায় লিভারপুল। কর্নারে উড়ে আসা বলে ফাবিনিয়োর হেড পাস পেয়ে হেডেই গোলটি করেন দিয়েগো জটা।

ঘর সামলে শুরু থেকে প্রতি-আক্রমণের চেষ্টায় থাকা সফরকারীরা পাল্টা জবাব দিতে দেরি করেনি। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা টানেন লিভারপুলেরই সাবেক ডিফেন্ডার নেকো উইলিয়ামস।

৫৫তম মিনিটে জোতা আবার লিভারপুলকে লিড এনে দেন। কিন্তু তারা আবার গোল খায় ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ভুলে। হেড করে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন তিনি। আনমার্কড গিবস হোয়াইট বল পেয়েই জোরালো শটে ৬৭ মিনিটে ২-২ করেন।

তিন মিনিট পর ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের নিচু ফ্রি কিকে বল পেয়ে জাল কাঁপান সালাহ।

৩১ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে ছয়ে অ্যাস্টন ভিলা, তারা অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে।

৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

সিটির সমান ৩০ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে নিউক্যাসল ইউনাইটেড। ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। ৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে নটিংহ্যাম।

বাংলাদেশ সময়:
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।