ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

১০ জুন শুরু হচ্ছে নারী সুপার লিগ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ২৯, ২০২৩
১০ জুন শুরু হচ্ছে নারী সুপার লিগ

দেশের প্রথম নারী ফ্রাঞ্চাইজি লিগ ‘ওমেন্স সুপার লিগ’ শুরু হওয়ার কথা ছিল চলতি মাসেই। তবে তেমনটা হয়নি।

মাঝে গুঞ্জন উঠেছিল বাতিল হতে পারে এই লিগ। তবে আজ বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরী বৈঠক শেষে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। জানিয়েছেন আগামী জুন মাসের ১০ তারিখেই শুরু হবে ওমেন্স সুপার লিগ।

পরীক্ষামূলকভাবে এই ফ্রাঞ্জাইজি লিগ শুরু করার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি। লিগ সফল হলে পরবর্তীতে আবারও আয়োজনের বিষয়ে আশাবাদী তিনি। সালাউদ্দিন বলেন, ‘আগামী জুন মাসের ১০ তারিখেই ফ্রাঞ্চাইজি লিগ শুরু হবে। এরপর লিগ শুরু করা যাবে না। কারণ ফিফা উইন্ডোর বিষয় আছে। তখন বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না। তাই এই সময়েই আমরা লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ’

এক বছরের চুক্তিতে ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য ‍চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমরা এক বছরের জন্য অনুমতি দিয়েছি। এটা ট্রায়াল বেসিসে করছি। যদি ভালো হয়, জনপ্রিয়তা পায় তবে আমরা পরে টেন্ডার করে পাঁচ থেকে দশ বছরের জন্য দীর্ঘ সময়ের চুক্তিতে যাবো। ’

এবারের লিগে চারটি দল অংশগ্রহন করছে। দলের নাম পরবর্তীতে বলা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন। এই লিগ আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান কে-স্পোর্টস বিশ লাখ টাকা দিবে বাফুফেকে। এই প্রাপ্ত অর্থ অনূর্ধ্ব-১৭ নারী দলকে দেওয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি।

তিনি বলেন, ‘এই লিগ আয়োজনের জন্য তারা বাফুফেকে ২০ লাখ টাকা দিবে। আমি বোর্ডকে রিকোয়েস্ট করবো। এই টাকা অনূর্ধ্ব-১৭ দলের মেয়েদের দিতে। কারণ তারা ভালো খেলার পর আমরা তাদের ফাইনান্সিয়াল সপোর্ট দিতে পারিনি। ’ 

হাতে সময় কম থাকলেও এই সময়ের মধ্যেই আয়োজন করতে প্রস্তুত কে স্পোর্টস। বাফুফেকে তারা এটা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন সালাউদ্দিন। ১৫ মে লিগ আয়োজনের কথা থাকলেও সেটা হয়নি। এখন সময়টা ভালো যাচ্ছে না বাফুফে নারী ফুটবল দলের। সম্প্রতি ফুটবল থেকে অবসর নিয়েছেন সিরাত জাহান স্বপ্না, চায়না চলে যাচ্ছেন আঁখি খাতুন। কোচের পদ থেকে পদত্যাগ করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন।  

এমন সময় তাড়াহুড়ো করে ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন কি সেই বিতর্কের মোড় ঘোরাতে? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘আমি বিতর্ক কিংবা ভাঙন দেখছি না। খেলোয়াড়রা অবসর নিবেন তাদের পরিবর্তে নতুন খেলোয়াড় আসবে। কোচ অবসর নেবেন নতুন কোচ আসবেন এটাই নিয়ম। এটায় আমি কোনো সমস্যা দেখি না। ’

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।