ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বন্ধ মেয়েদের ক্যাম্প, হচ্ছে না ফ্র্যাঞ্চাইজি লিগ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ৯, ২০২৩
বন্ধ মেয়েদের ক্যাম্প, হচ্ছে না ফ্র্যাঞ্চাইজি লিগ! ফাইল ছবি

আগামীকাল থেকে শুরু হওয়ার কথা মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু এর কোনো প্রস্তুতিই চোখে পড়ছে না।

ঘোষণা করা হয়নি দলগুলোর নাম ও খেলোয়াড় তালিকা। উল্টো মেয়েদের আবাসিক ক্যাম্পই বন্ধ করে দেওয়া হয়েছে। চারদিনের ছুটি কাটাচ্ছেন ফুটবলাররা।

গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর থেকে আর একটি ম্যাচও খেলেনি মেয়েরা। ক্যাম্পে দিন যাচ্ছে কেবল অনুশীলন করে। সেখানে আশার সঞ্চার হয়ে উঠেছিল ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু এনিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। সবশেষ জরুরি সভা করে কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, ১০ জুন থেকে এই লিগ শুরু হবে।  

বাফুফের ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘কে স্পোর্টস (ফ্র্যাঞ্চাইজি লিগের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান) একটা সম্ভাব্য তারিখ হিসেবে ১০ জুনের কথা বলেছিল। সভাপতি সেটাই জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে; কিন্তু এখন আপনাদের মতো আমরাও বুঝতে পারছি এই তারিখে লিগটা শুরু করা সম্ভব নয়। কবে তারা সেটা শুরু করতে পারবে, সেটা কে স্পোর্টসই জানে। ’

মেয়েরা যে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ভীষণ হতাশ হয়ে পড়েছে—সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের কথায় তা স্পষ্ট, ‘দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় দলের খেলা নেই, এটা একটা হতাশার দিক। তার চেয়ে বড় হতাশা তৈরি করেছে কে স্পোর্টস। মেয়েদের কয়েক দফায় এই কথা-সেই কথা বলে শেষমেশ এখন হয়তো টুর্নামেন্টটি তারা স্থগিতই করে দেবে। ’ 

অবস্থাদৃষ্টে তা-ই মনে হচ্ছে, প্রস্তাবিত টুর্নামেন্টটি হয়তো হিমাগারেই চলে গেল। সাবিনাও কোনো আশা দেখছেন না, ‘আমি ব্যক্তিগতভাবে এই লিগ নিয়ে আশা হারিয়ে ফেলেছি।

এদিকে জাতীয় দলের সহকারী কোচ মাহবুবুর রহমান বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে দীর্ঘসূত্রিতায় মেয়েরা বেশ হতাশ হয়ে পড়েছে। তারা অনুশীলনেও এখন মনোযোগ দিতে পারছেনা। তাই দিন চারেকের ছুটি দিয়েছি আমরা ওদের। বাড়ি থেকে ঘুরে এলে হয়তো কিছুটা সতেজ হবে ওরা। আর অনুর্ধ্ব-১৭ দলটা ফিরবে ঈদের পর। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।