ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসিবিহীন ম্যাচ দেখতে চান না ইন্দোনেশিয়ান ভক্তরা, বিক্রি করছেন টিকিট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
মেসিবিহীন ম্যাচ দেখতে চান না ইন্দোনেশিয়ান ভক্তরা, বিক্রি করছেন টিকিট

এশিয়া সফরে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচে দলটি জাকার্তায় মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার।

কিন্তু ওই ম্যাচে খেলবেন না দলটির সুপারস্টার লিওনেল মেসি। যে কারণে টিকিটের টাকা ফেরত চাইছে ইন্দোনেশিয়ান মেসিভক্তরা।  

সোমবার (১৯ মে) জাকার্তার গেলোর বাং কারনো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরিবারকে সময় দেওয়ার জন্য সেই ম্যাচে থাকছেন না মেসি। নিজেদের সবচেয়ে বড় তারকাকে দেখতে পারবেন না দেখে হতাশ হয়েছেন অনেকেই। ফেরত চাচ্ছেন টিকিটের টাকা।  

আর্জেন্টিনা ম্যাচের টিকিট বিক্রি করতে মেসির ছবিসহ পোস্টার ছাপানোর পাশাপাশি ইভেন্টের সবজায়গায় মেসিকে রেখেছেন আয়োজকরা। কিন্তু আলবেসিলেস্তারা ঠিকই আসছেন; আসছেন না কেন্দ্রবিন্দুতে থাকা মেসিই। অথচ এই মেসির জন্য কিছুক্ষণের ব্যবধানে বিক্রি হয়ে গেছে ৬০ হাজার টিকিটি। ব্যাপারটি নিয়ে ক্ষোভের পাশাপাশি হতাশা প্রকাশ করেছেন মেসিভক্তরা।  

মালুকু প্রদেশের বান্দা নেইরা দ্বীপে বসবাসকারী এক মেসি ভক্ত সূর্য বিজয়া আং সংবাদসংস্থা এএফপিকে জানান তার হতাশার কথা। তিনি বলেন, ‘আমার খারাপলাগার পাশাপাশি হতাশাও কাজ করছে। মেসিকে সরাসরি দেখার জন্য এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। ’ 

আয়োজকদের ‘বাজে মার্কেটিং কৌশল’ সম্পর্কে আং জানান, ‘মেসি একজন তারকা। আপনি বলতে পারেন ৯০ শতাংশ টিকিট শুধু মেসির কারণেই বিক্রিত হয়েছে। এটি ছিল তাদের (আয়োজক) একটি বাজে মার্কেটিং কৌশল। ’

শুধু আংই নয়। ইন্দোনেশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গিয়েছে মেসিভক্ত অনেকেরই হতাশা। দুইটি টিকিট বিক্রি করার কথা জানিয়ে একজন লিখেন, ‘কারণ মেসি আসছেন না। ’ টুইটারে প্রকাশ করা এক ভক্তের ভিডিওতে দেখা যায় মেসি না আসায় হতাশ হয়ে তিনি গান করছেন, ‘কেন তুমি ইন্দোনেশিয়ায় আসছো না, কেন আসছে না। ও..মিস্টার মেসি। ’ আরেকজন মেসির ওপর রাগ প্রকাশ করে লিখেন, ‘তাকে তারকা মানা এখানেই শেষ…এখানে আসতে তার কাছে ভিক্ষা করবো না। ’

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।