ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পদত্যাগ করেছেন বাফুফের দুই কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
পদত্যাগ করেছেন বাফুফের দুই কর্মকর্তা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পদত্যাগ করেছেন দুই কর্মকর্তা। তারা হলেন ম্যানেজার অপারেশন্স মিজানুর রহমান ও অন্যজন প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা মো. আবু হোসেন।

বাফুফের তদন্ত চলাকালীন সময়েই পদত্যাগ করলেন এই দুই কর্মকর্তা। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ইস্যুতে তদন্ত করছে বাফুফে। ফিফার আনীত অভিযোগ গুলোর সঙ্গে বাফুফের এই দুই কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে বলে গুঞ্জন রয়েছে।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই দুজনের পদত্যাগের কথা নিশ্চিত করেন। আবু হোসেন শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন গত ৫ জুন। মিজানুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন গত ১৫ জুন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ১৯ জুন, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।