ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নিজের ২০০তম ম্যাচ জয় দিয়ে রাঙালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
নিজের ২০০তম ম্যাচ জয় দিয়ে রাঙালেন রোনালদো

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ২০০তম ম্যাচে খেলতে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের ব্যক্তিগত এই রেকর্ডের ম্যাচে গোল পেতে তার অপেক্ষা করতে হয়েছে শেষ পর্যন্ত।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গিয়ে আইসল্যান্ডের জালে বল পাঠাতে পারেন তিনি।

উয়েফা ইউরো বাছাইপর্বে আইসল্যান্ডের মাঠে ১-০ ব্যবধানে জয়লাভ করে পর্তুগিজরা। দলের হয়ে একমাত্র গোলটি আসে ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকেই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। আইসল্যান্ডও অবশ্য ছাড় দেয়নি। সুযোগ পেলেই আক্রমণে উঠছিল তারা। অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত সফরকারীরা। বাঁ দিক থেকে দেওয়া ব্রুনো ফের্নান্দেসের ক্রস হেড নেন রুবেন দিয়াস। সেটি অবশ্য ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক। ত্রয়োদশ মিনিটে সুযোগ পায় তারা। তবে আলফ্রেড ফিনবোগসনের জোরালো শট লক্ষ্যে থাকেনি।

ষষ্ঠদশ মিনিটে আবারও দারুণ এক ক্রস বক্সে বাড়ান ফের্নান্দেস। তবে পেপের নেওয়া হেড ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক। ২৪তম মিনিটে ভিক্টর পালসন বক্সের মাঝামাঝি থেকে শট নিয়েও জালে ভেড়াতে পারেননি বল। ৪৩তম মিনিটে জোয়াও কানসেলোর থ্রু বল পান রোনালদো। সেটি টানার আগেই রেফারি অফসাইডের বাঁশি বাজান।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় পর্তুগাল। ৫২তম মিনিটে সুযোগ পান রোনালদো। তবে বক্স থেকে নেওয়া তার শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার। ৭৩তম মিনিটে দিয়েগো দালোতের ক্রস থেকে হেড নেন রাফায়েল গুয়েরেরো। সেটি অবশ্য ওপর দিয়ে উড়ে চলে যায়। ৮০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড খাওয়ার পর লাল কার্ড দেখেন আইসল্যান্ডের উইলিয়াম উইলিয়ামসন।

দশজনের আইসল্যান্ডকে পেয়ে সুযোগ কাজে লাগাতে ভুলেনি পর্তুগাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল হেড নেন গনসালো ইনাসিও। বক্স থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নিতে ভুলেননি রোনালদো। তার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।  

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।