ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আরও এক মৌসুম রিয়ালেই থাকবেন ক্রুস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ২১, ২০২৩
আরও এক মৌসুম রিয়ালেই থাকবেন ক্রুস

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণভোমরা তিনি। টনি ক্রুস দীর্ঘদিন ধরেই দারুণ খেলছেন।

জাতীয় দল থেকে বিদায় নিয়ে ক্লাব ক্যারিয়ার দীর্ঘ করতে চেয়েছেন। এবার রিয়ালের সঙ্গে নিজের চুক্তি আরও এক বছর বাড়িয়েছেন এই জার্মান তারকা।

২০২৪ সালের ৩০ জুন অবধি রিয়ালে থাকবেন তিনি। এখন অবধি স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪১৮ ম্যাচে মাঠে নেমেছেন ক্রুস। সদ্য শেষ হওয়া মৌসুমে লা লিগায় ৩০ ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন।  

২০১৪ সালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়ালে যোগ দেন ক্রুস। এখন অবধি ক্লাবের হয়ে ২০টি শিরোপা জিতেছেন তিনি। নয় মৌসুম রিয়ালের হয়ে খেলে চারটি চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি ক্লাব বিশ্বকাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে ও তিনটি স্প্যানিশ সুপা কাপ জেতেন ক্রুস।  

গত মৌসুমেও রিয়ালের কোপা দেল রে জেতা ও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল অবধি যাওয়ার পেছনে দারুণ ভূমিকা রাখেন ক্রুস। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নিতে হয় রিয়ালকে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।