ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সেলোনা ছাড়লেন উমতিতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
বার্সেলোনা ছাড়লেন উমতিতি

গতবছর সামুয়েল উমতিতির সঙ্গে চুক্তি নবায়ন করে সমালোচনার শিকার হয়েছিল বার্সা। মূলত এই ডিফেন্ডারদের বাজে পারফরম্যান্সের কারণেই ভক্তরা তার চুক্তি নবায়ন মানতে পারেননি।

তবে এই বছর ফরাসি এই ডিফেন্ডারকে ছেড়েই দিয়েছে কাতালান ক্লাবটি।

এক বিবৃতিতে গতকাল বার্সেলোনা জানায়, পারস্পরিক সমঝোতায় উমতিতির সঙ্গে চুক্তি বাতিল করেছে তারা। ২০১৬ সালে তিনি যোগ দেন কাতালান ক্লাবটিতে। ২০১৮ সালের জুনে তার সঙ্গে ৫ বছরের নতুন চুক্তি করে তারা। পরে গত বছর আবার নতুন চুক্তি করা হয়। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালের জুনে। কিন্তু ২৯ বছর বয়সী ডিফেন্ডারকে অনেক আগেই ছেড়ে দিল বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনায় ১৩৩ ম্যাচ খেলেছেন উমতিতি। দুইবার করে জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ, তিনবার কোপা দেল রে। ফ্রান্সের হয়ে জিতেছেন ২০১৮ বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।