ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সেমিফাইনাল হেরে বাংলাদেশ কোচ বললেন, ‘মেনে নেওয়া কঠিন’

সিনিয়র করসপন্ডেন্ট,স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
সেমিফাইনাল হেরে বাংলাদেশ কোচ বললেন, ‘মেনে নেওয়া কঠিন’

ভারতের বেঙ্গালুরুতে সাফের ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। শক্তিশালী কুয়েতের সঙ্গে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের।

তবে খেলা দিয়ে মন জয় করে নিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীতে এই খেলার মান ধরে রাখতে চান কোচ কাবরেরা।  

শক্তিশালি কুয়েতকে নির্ধারিত সময়ে গোলবঞ্চিত রেখেছিল বাংলাদেশ। আরেক দিকে দফায় দফায় আক্রমণে কুয়েতের রক্ষণে কাঁপন ধরিয়েছেন মোরসালিন-রাকিবরা। বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে প্রতিপক্ষকে বেগ পেতে হয়েছে অনেক। গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ১০৭ মিনিট পর্যন্ত। নতুন এক বাংলাদেশের দেখা মিলেছে।  

ম্যাচের পর দলের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন কোচ। আগামীতে এ পারফরম্যান্স ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন কাবরেরা। তিনি বলেন, ‘এ হার মেনে নেওয়া কঠিন। কুয়েত শক্তিশালি প্রতিপক্ষ ছিল। তাদের বিপক্ষে দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। পুরো টুর্নামেন্টেই তারা দারুণ পারফরম্যান্স করেছে। ম্যাচে আমাদের জয়ের সম্ভাবনা ছিল। আজকের পর থেকে আমরা এ পারফরম্যান্স ধরে রাখতে চাই। আমরা এ মান ধরে রাখতে চাই। এখন থেকে এ ধরণের পারফরম্যান্সই আমাদের শক্তির মানদণ্ড হতে পারে। ’

ম্যাচের মাঝে বাংলাদেশের ফিজিওকে লাল কার্ড ও সহকারী কোচকে হলুদ কার্ড দেখিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস্টাল জন। তবে রেফারিং নিয়ে কথা বলতে নারাজ কাবরেরা। তিনি বলেন, ‘এ ধরণের ম্যাচে এমনটা অপ্রত্যাশিত। তবে আমি রেফারিং নিয়ে কিছু বলতে চাই না। পারফরম্যান্সের দিকে নজর দিতে চাই। ’

দলের খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাস আছে কোচের। তিনি বলেন, ‘আমাদের দলে তরুণ এবং অভিজ্ঞ প্লেয়ারের সংমিশ্রণ আছে। আগামীতে এ পারফরম্যান্স ধরে রাখা সম্ভব। ’

বাংলাদেশ সময় : ২১০৬ ঘণ্টা, ১ জুলাই, ২০২৩
এআর/এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।