ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়াল প্রস্তাব দিলে গুরুত্ব হারায় অন্য ক্লাবগুলো: গুলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
রিয়াল প্রস্তাব দিলে গুরুত্ব হারায় অন্য ক্লাবগুলো: গুলার

ইউরোপের শীর্ষ কয়েকটি ক্লাব থেকে পেয়েছিলেন প্রস্তাব। এরপর বার্সেলোনা অনেক চেষ্টা করে দলে ভেড়াতে।

কিন্তু শেষ পর্যন্ত পারল না। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে অগ্রাধিকারে রেখে সেখানেই ভিড়লেন ‘তুরস্কের মেসি’ খ্যাত আর্দা গুলার।

বৃহস্পতিবার (৬ জুলাই) তুরস্কের ক্লাব ফেনেরবাচ থেকে রিয়াল মাদ্রিদে ছয় বছরের চুক্তিতে যোগ দেন তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার। লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়েই উচ্ছ্বসিত তিনি। ক্লাবের শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করে জানিয়ে দিলেন বাকি ক্লাবগুলোকে কেন ফিরিয়ে দিলেন।

গুলার জানান ইউরোপের সফলতম ক্লাবটি যখন প্রস্তাব দেয়, বাকি ক্লাবগুলো থেকে আসা প্রস্তাব তখন গুরুত্ব হারিয়ে ফেলে। তার ভাষ্য, ‘অনেক প্রস্তাবই ছিল, তবে বরাবরই আমার অগ্রাধিকার ছিল রিয়াল মাদ্রিদ। আমি আবারও বলছি যে, অনেক ক্লাবই তাদের প্রস্তাব তুলে ধরেছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের প্রস্তাব আসার পর অন্যরা গুরুত্ব হারিয়ে ফেলে। ’

ক্লাবের হয়ে নিজের সবটুকু দিতে প্রস্তুত তুরস্কের এই মিডফিল্ডার। অন্য কোনো ক্লাবে ধারে যেতে চান না উল্লেখ করে তিনি বলেন, ‘না, সেই সম্ভাবনা (অন্য ক্লাবে ধারে খেলা) নেই। আমি এখানেই থাকতে চাই। তারা আমাকে বলেছে আমি খেলব এবং সেটার জন্য আমি প্রস্তুত বলেই মনে করি। আমি কঠোর পরিশ্রম করতে এবং নিজের সবটুকু উজাড় করে দিতে এসেছি। ’

তুর্কিশ ক্লাব ফেনেরবাচের হয়ে গত মৌসুমে ৩৫ ম্যাচে ৬ গোল ও ৭ অ্যাসিস্ট করেন গুলার। তিনি যোগ দেওয়ায় মিডফিল্ড আরও শক্তিশালীই হলো রিয়ালের। দলবদলের এই মৌসুমেই জুডে বেলিংহ্যামকে বরুশিয়া ডর্টমুন্ড থেকে কিনেছে তারা। এছাড়া এদুয়ার্দ কামাভিঙ্গা, অঁরেলিয়ে চুয়ামেনি, টনি ক্রুস ও লুকা মদ্রিচরা তো আছেনই।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।