ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাবিনাদের বিপক্ষে খেলতে ঢাকায় নেপাল দল

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
সাবিনাদের বিপক্ষে খেলতে ঢাকায় নেপাল দল

সাফের শিরোপা জয়ের পর থেকে কোনো ম্যাচ খেলেননি সাবিনা খাতুনরা। খেলায় ফিরছেন নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে।

আগামী ১৩ ও ১৬ জুলাই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।  ম্যাচ খেলতে আজ ঢাকায় এসে পৌঁছেছে নেপাল।  

হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবে নেপাল। একই হোটেলে অবস্থান করবেন সাবিনারা। এই প্রথম দেশের মধ্যে আয়োজিত কোনো ম্যাচে অংশ নিতে পাঁচ তারকা হোটেলে অবস্থান করবেন তারা।  

সাফ এবং এএফসি’র টুর্নামেন্টের সময়ও বাফুফে ভবনে অবস্থান করেছিলেন নারী ফুটবলাররা। এ নিয়ে অনেক সমালোচনাও শুনতে হয়েছে বাফুফেকে। এবারও এটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তখনই বাফুফে নারীদের হোটেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে ফিফা ফ্রেন্ডলি হওয়ায় পুরো খরচই ফেডারেশনকে বহন করতে হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩ 
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।