ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে পেলেন জিকো

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে পেলেন জিকো

এবারের বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো।  টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হওয়ার পর সেই পুরস্কার সঙ্গে সঙ্গে পাননি তিনি।

কারণ ফাইনালের আগেই দেশে ফিরে আসে বাংলাদেশ ফুটবল দল।  

আজ (১৩ জুলাই) বৃহস্পতিবার দুপুরে ঢাকার সাফ কার্যালয়ে বাংলাদেশের এই গোলরক্ষকের হাতে পুরস্কার হস্তান্তর করেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।  

১৪ বছর পর এবারই সাফের সেমিফাইনালে উঠে বাংলাদেশ। লেবাননের কাছে ১-০ গোলের হারে ভেঙে যায় ফাইনালের স্বপ্ন। সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে বাংলাদেশ দল গত ৩ জুলাই দেশে আসে। পরের দিন সাফের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে জিকো সেরা গোলরক্ষকের জন্য মনোনীত হন। জিকোর অনুপস্থিতিতে সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ মাহমুদ পুরস্কারটি গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।