ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেবে বাফুফে তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেবে বাফুফে তদন্ত কমিটি

ফিফা কর্তৃক বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও সেই সময় বেড়েছে কয়েক দফায়।

 

আজ বাফুফে ভবনে তদন্ত কমিটির নবম মিটিং আয়োজিত হয়েছে। মিটিং শেষে বাফুফে সহ সভাপতি এবং তদন্ত কমিটির আহবায়ক কাজী নাবিল আহমেদ জানান ৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট বাফুফের কার্যনির্বাহী কমিটির কাছে জমা দেওয়া হবে।  

তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘আমাদের কাজের ধারাবাহিকতা বজায় আছে। ভালোভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। খুব বেশিদিন সময় লাগবে না। দ্রুতই আমরা রিপোর্ট জমা দিতে পারবো। আমরা সভাপতির কাছ থেকে সময় চেয়ে নিয়েছি। আগামী ৩০ জুলাইয়ের মধ্যেই তদন্তের রিপোর্ট জমা দেব। ’

আগামী ৩০ জুলাইয়ের মধ্যে আরও দুই থেকে তিনটি মিটিং আয়োজিত হবে বলেও জানিয়েছেন তিনি। নাবিল বলেন, ‘এর মধ্যে আমাদের আরও দুই থেকে তিনটি মিটিং আয়োজিত হবে। সেখানে রিপোর্টের আরও কিছু পরিমার্জন, পরিবর্ধন চলতে থাকবে। ’

ইতোমধ্যেই বাফুফের আর্থিক বিষয়ে তদন্ত শুরু করেছে ক্রীড়া মন্ত্রনালয়। এই তদন্ত কমিটির রিপোর্টের সঙ্গে ক্রীড়া মন্ত্রনালয়ে তদন্ত কমিটির রিপোর্ট না মিললে, সেক্ষেত্রে এই রিপোর্ট প্রশ্নবিদ্ধ হবে কিনা? এমন প্রশ্নের জবাবে নাবিল বলেন, ‘আমাদের দুই জনের দুই রকম কমিটি। আমরা এখানে যারা আছি তারা সকলেই বাফুফের সদস্য। অডিট যেমন ইন্টারনাল হয় এক্সটারনাল হয়। তেমনই বিষয়টি। ক্রীড়া মন্ত্রনালয়ের যে কমিটি সেটা ভিন্ন। তাদের কার্যপরিধি ভিন্ন হতে পারে। আরও ব্যাপকতর হতে পারে। এখানে আমি কোনো প্রশ্নের বিষয় দেখি না। ’

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।