ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ে লিগ শেষ করল শেখ রাসেল

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
জয়ে লিগ শেষ করল শেখ রাসেল

এবারের লিগে আগেই শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তবে লিগের অন্য ম্যাচগুলো ছিল পয়েন্ট এবং অবস্থানের লড়াই।

মৌসুমে শেষ ম্যাচে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে আগেই রেলিগেশনে পড়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র জন্য আজকের ম্যাচটি হয়ে দাঁড়াল দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের শেষ ম্যাচ। কারণ পরের মৌসুমে দলটিকে খেলতে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল)।  

শনিবার (২২ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় মুক্তিযোদ্ধাকে ৩-২ গোলে হারিয়েছে কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা। এই জয়ে এবারের লিগে ২০ ম্যাচে ৮ জয়, ৬ ড্র ও ৬ হারে শেখ রাসেল সংগ্রহ ৩০ পয়েন্ট। এবারের লিগে দলটি পাঁচে থেকে শেষ করল। অন্যদিকে এই হারে সমানসংখ্যক ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৫। দলটি নেমে গেল রেলিগেশনে।     

পাঁচ গোলের ম্যাচে চার গোলই হয়েছে প্রথমার্ধে।  ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল। জামাল ভূঁইয়ার পাস থেকে বল পান ইব্রাহিম। তার ক্রসে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন কেনেথ ইকেচুকু।

দুই মিনিট পরেই ইব্রাহিমের ক্রসে দারুণ এক সুযোগ পেয়েছিলেন জামাল ভূঁইয়া। তবে অফসাইডের ফাঁদে পড়ে সুযোগ হাতছাড়া হয় তার। ৯ মিনিটে আবারও এগিয়ে যায় শেখ রাসেল। কেনেথ ইকেচুকুর কাটব্যাক থেকে পা ছুঁইয়ে দিয়ে গোল ব্যাবধান দ্বিগুণ করেন ইব্রাহিম।

ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা। ফাহিমের পাস থেকে শট নেন সোমা উতানি। গোলকিপার সেই আক্রমণ ঠেকিয়ে দিলেও ফিরতি শটে গোল করেন ইমানুয়েল। এরপর আক্রমণের ধার বাড়ায় মুক্তিযোদ্ধা। এরই ধারাবাহিকতায় ৩৮ মিনিটে সমতায় ফেরে তারা। সোলেমা লেন্ড্রি বক্সের ভেতর চার ফুটবলারকে ফাঁকি দিয়ে দলকে সমতায় ফেরান। ২-২ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। তবে গোলের দেখা পায় কেবল শেখ রাসেল। খেলার ৭৮ মিনিটে  গোল করেন দিপক রায়। তাতেই শেখ রাসেলের স্কোরলাইন হয় (৩-২)। বাকি সময়ে দুই দলে গোলের চেষ্টা করেছে। কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। ফলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। সেই সঙ্গে জয় দিয়ে এবারের মৌসুম শেষ  করল দলটি।

দিনের অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ ৩-২ গোলে চট্টগ্রাম আবাহনীকে ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।