ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নারী বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকাকে হতাশায় ডুবিয়ে শেষ আটে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
দক্ষিণ আফ্রিকাকে হতাশায় ডুবিয়ে শেষ আটে নেদারল্যান্ডস

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই চমক দেখায় দক্ষিণ আফ্রিকা। রূপকথার গল্প লিখে জায়গা করে নেয় শেষ ষোলোয়।

কিন্তু শতচেষ্টা সত্ত্বেও গল্পটা আর বেশিদূর এগোলো না। হতাশায় ডুবে থামতে হলো শেষ ষোলোতেই। তাদের ২-০ গোলে হারিয়ে শেষ আটে নাম লিখিয়েছে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস।

ডাচদের চেয়ে র‍্যাংকিংয়ে ৪৫ ধাপ পিছিয়ে দক্ষিণ আফ্রিকা, পিছিয়ে শক্তিমত্তায়ও। কিন্তু অভাব ছিল না লড়াকু মানসিকতায়। সিডনি ফুটবল স্টেডিয়ামে বেশ কয়েকবার হুমকি হয়ে দাঁড়ায় নেদারল্যান্ডসের জন্য।  

যদিও ম্যাচে এগিয়ে যেতে মাত্র ৯ মিনিট সময় নেয় ডাচরা। হেডের মাধ্যমে আসরে নিজের চতুর্থ গোল করেন জিল রুর্ড। কিন্তু এরপর ডাচদের বুকে রীতিমত কাঁপন ধরায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩০ শতাংশ বল দখলে রেখেও গোলমুখে নেদারল্যান্ডসের চেয়ে একটি বেশি ৭ টি শট নেয় তারা। দলটির অধিনায়ক থেম্বি কাগাতলানা ত্রাস সৃষ্টি করেন ডি বক্সে। কিন্তু টপকাতে পারেননি ডাচ গোলরক্ষক ডফনে ফন ডমসিলারের বাধা। তার একের পর এক অসাধারণ সেভ বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয় নেদারল্যান্ডসকে।  

বিরতির পর নিজেদের ভুলেই আবারও পিছিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। গোলপোস্ট ছেড়ে অনেকটাই বেরিয়ে আসেন কেলিন সোয়ার্ট। ডি বক্সের কিছুটা বাইরে থেকে বেরেনস্টেইনের নেওয়া শটটি তার নাগালেই ছিল। কিন্তু তালুবন্দী করতে পারেননি। বল এই গোলরক্ষকের হাত থেকে পিছলে গিয়ে সোজা জালে আশ্রয় নেয়।

দুই গোল হজম করার পর আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তাই বিশ্বকাপ যাত্রাটা আরও রঙিন করা হলো না। এদিকে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস মুখোমুখি হবে স্পেনের।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।