ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছবি: জিএম মুজিবুর

শুরু থেকে আফগানিস্তানকে চাপে রাখলো বাংলাদেশ। তৈরি হলো বেশ কয়েকটি সুযোগও।

পাল্টা আক্রমণের চেষ্টা করলো আফগানিস্তানও। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য  থেকে বিরতিতে গেল দুই দল।

ফিফা প্রীতি ম্যাচ দিয়ে আজ আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলো বসুন্ধরা কিংস অ্যারেনার। যা দেশের ফুটবলে এক নতুন ইতিহাস। দেশের কোনো ক্লাবের নিজস্ব মাঠে এই প্রথম অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যাচ।  

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বাংলাদেশ। সেই তুলনায় আফগানিস্তান আক্রমণের সুযোগ তৈরি করতে পারলো কমই। সপ্তম মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে সতীর্থের উদ্দেশে ক্রস করেন রাকিব হোসেন। তবে বক্সে থাকা মোরসালিন ক্রস রিসিভ করতে পারেননি। ১৬ মিনিটে বক্সের ঠিক বাইরে সোহেল রানা ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক কাজে লাগাতে পারেননি সতীর্থরা।  

২২তম মিনিটে দারুণ এক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। মোরসালিনের বাড়িয়ে দেওয়া বল ডি-বক্সের ভেতর পেয়ে যান রাকিব। তার শট ব্লক করে দলকে রক্ষা করেন আফগানিস্তানের মোসওয়ার আহাদি।

২৫তম মিনিটে বিপদ হতে পারত বাংলাদেশের। বক্সের বাঁ প্রান্ত থেকে আহাদির ক্রস ক্লিয়ার করতে চেষ্টা করে বাংলাদেশের ডিফেন্ডাররা। ফিরতি বল পেয়ে যান নোমা ওয়ালিজাদা। তার জোরালো শট তারিক কাজির পায়ে লেগে দিক বদলায়।  

২৮তম মিনিটে গোলরক্ষকের ভুলে বড় বিপদ হতে পারতো আফগানিস্তানের। ডি বক্স ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছিলেন ফয়সাল আহমাদ আহাদি। সেই সুযোগ কাজে লাগাতে মোরসালিনের উদ্দেশে লম্বা করে বল বাড়ান রাকিব। তবে তার বল পাওয়ার আগেই ক্লিয়ার করে দেন আফগান গোলরক্ষক।

প্রথমার্ধের শেষ দিকে দুই দলই বেশ কিছু আক্রমণ করেছিলেন তবে শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।