ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

হারে শুরু অ-২৩ ফুটবল দলের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
হারে শুরু অ-২৩ ফুটবল দলের

এএফসি এশিয়ান কাপ অ-২৩ বাছাইয়ে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ দল। বুধবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে  থাইল্যান্ডের চোনবুড়ি স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে জুলফিকার মাহমুদের শিষ্যরা।

মালয়েশিয়ার হয়ে গোল করেছেন আলিফ ইজওয়ান ও ফার্গাস টিয়ার্নি। আজ (০৬ সেপ্টেম্বর) খেলার শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। অ্যাটাকিং খেলতে থাকা মালয়েশিয়ার আক্রমনভাগের সামনে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয় বাংলাদেশকে। বেশ কয়েকটি সুযোগ পেলেও আক্রমানভাগের ব্যর্থতায় কোন দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে দাপুটে খেলে মালয়েশিয়া। খেলার ৮২ মিনিটে মালয়েশিয়া হয়ে গোল করেন আলিফ (১-০)। বক্সের বাইরে থেকে আলিফ ইজওয়ানের জোরালো শট জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণও করে মালয়েশিয়া। ফার্গাস বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে কিছুটা কোনাকুনি শটে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন।  

আগামী ৯ সেপ্টেম্বর গ্রুপে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।