ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্টেডিয়ামের ঘাস বিক্রি করছে বার্সেলোনা!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
স্টেডিয়ামের ঘাস বিক্রি করছে বার্সেলোনা!

নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের ঘাস বিক্রি করছে বার্সেলোনা। এজন্য স্টেডিয়ামের বাইরে দোকানও সাজিয়েছে কাতালান জায়ান্টরা।

 

ক্যাম্প ন্যুয়ের আধুনিকায়নের কাজ চলছে। এ কারণে পুরনো স্থাপনার অনেক অংশ ভেঙে ফেলা হচ্ছে। তবে টার্ফ স্থানান্তর করা সম্ভব নয়। তাই স্যুভেনিয়র হিসেবে মাঠের ঘাস সমর্থকদের কাছে বিক্রি করে দিচ্ছে ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম 'ফুটবল-এসপানা' এমনটাই জানিয়েছে।

আগ্রহী ক্রেতাদের হাতে যেন ক্যাম্প ন্যুয়ের আসল ঘাস পৌঁছানো হয়, সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছোট আকৃতির স্যুভেনিয়রের দাম রাখা হচ্ছে ২০ থেকে ৫০ ইউরো পর্যন্ত। আর অনলাইনে বড় আকৃতির টুকরো কেনা যাচ্ছে ৮০ থেকে ৪২০ ইউরোয়।

তবে বার্সাই প্রথম নয়, এর আগে একইভাবে স্টেডিয়ামের ঘাস বিক্রি করেছে আতলেতিক বিলবাও এবং আতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।