ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মালদ্বীপের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
মালদ্বীপের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী কাবরেরা

২০২৬ বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের ম্যাচ খেলতে আগামীকাল মালদ্বীপের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ ‍ফুটবল দল। দলটির বিপক্ষে হোম-অ্যাওয়ে ভিত্তিতে দুইটি ম্যাচ খেলবে তারা।

মালদ্বীপ বাধা পেরোতে পারলে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেরা প্রস্তুত বলে জানিয়েছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।

মালদ্বীপের বিপক্ষে আগামী ১২ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচে মালদ্বীপকে আতিথেয়তা দিবে জামাল ভূঁইয়ারা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভালো ফলের বিষয়ে আশাবাদী কোচ কাবরেরা। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত সংবাদ সম্মেলনে শুরুতেই আসে শৃঙ্খলা ভঙ্গের দায়ের দলের বাইরে থাকা ফুটবলারদের প্রসঙ্গ। দলের পরীক্ষিত এবং নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো নেই। সঙ্গে দল থেকে বাদ পরেছেন মোরসালিন-তপুও। তবে এসব নিয়ে চিন্তিত নন কাবরেরা।  

তিনি বলেন, ‘এমন পরিস্থিতি হবে এটা কাম্য ছিল না। তবে পরিস্থিতি অনুযায়ি আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের কাছে বিকল্প আছে। আমরা তাদের নিয়েই দল গড়েছি। তারাও এখানে ভালো কিছু করে দেখাতে পারবে বলে আমি বিশ্বাস করি। ’

মালদ্বীপের বিপক্ষে জয়ের বিষয়ে আশাবাদী কাবরেরা। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ফুটবল নিজেদের অন্যতম সেরা সময় পার করছে। দলের সকলেই নিজেদের বিষয়ে আত্মবিশ্বাসি। মালদ্বীপের বিপক্ষে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দুই ম্যাচের উপর আমাদের আগামী বছরের সূচি নির্ভর করছে। আমাদের যে দল রয়েছে তারা মালদ্বীপকে হারানোর সামর্থ্য রাখে। ’

দলে নতুন মুখ তিন জন- দুই ডিফেন্ডার মুরাদ হাসান ও শাকিল হোসেন এবং ফরোয়ার্ড জায়েদ আহমেদ।

গত জুন-জুলাইয়ে ভারতের বেঙ্গালুরুতে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার পিছিয়ে পড়ে ৩-১ গোলে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। এবারও ভালো কিছুর আশায়ই মালদ্বীপ যাচ্ছেন কাবরেরা। প্রথম রাউন্ড পেরুতে পারলে দ্বিতীয় রাউন্ডে তিন দলের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। প্রথম রাউন্ড তাই ভীষণ গুরুত্বপূর্ণ কাবরেরার জন্য। সোমবার সংবাদ সম্মেলনে মালদ্বীপ ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা ও লক্ষ্যের কথা জানাতে গিয়ে সে কথাই বললেন তিনি।

কাবরেরা বলেন, ‘আমরা আমাদের এই বছরের মূল প্রাধান্য দেওয়া ম্যাচের কাছাকাছি এসে গেছি, সাফের চেয়েও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ বেশি ‍গুরুত্বপূর্ণ। আশা করি বাছাই পেরুতে মানসম্পন্ন ফুটবল আমরা খেলতে পারব। ’

হোম ম্যাচে নিজেদের সুবিধা দেখছেন কাবরেরা। তিনি বলেন, ‘এটা এমন না মালদ্বীপের ম্যাচটাই আমাদের শেষ সুযোগ। কারণ আমাদের হোম ম্যাচও আছে। এখানে আমাদের ভালো করার সুযোগ রয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।