ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

পপকর্ন ছুড়ে মারা সেই দর্শককে ‘অশিক্ষিত’ বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
পপকর্ন ছুড়ে মারা সেই দর্শককে ‘অশিক্ষিত’ বললেন নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে গতকাল ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। টানা ১৫ ম্যাচ পর ঘরের মাটিতে জয় ছাড়াই মাঠ ছাড়লো তারা।

তাদের এমন পারফরম্যান্সে হতাশ সেলেসাও সমর্থকরা। তবে ম্যাচশেষ হওয়ার পর অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির শিকার হন নেইমার। ড্রেসিংরুমে ফেরার পথে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের মাথায় পপকর্ন ছুড়ে মারেন এক দর্শক।

নেইমার মোটেও তা ভালোভাবে নেননি। তখনই ক্ষিপ্ত দেখা গিয়েছিল তাকে। এবার সেই দর্শককে অশিক্ষিত বললেন তিনি।  

নেইমার বলেন, 'এটা কী (পপকর্ন) ছিল আমি তা দেখিনি, তবে যখন এটা আমার ওপর ছোড়া হলো, আমি ঘাবড়ে গিয়েছিলাম। এই ধরনের মনোভাবের নিন্দা জানাই। এটা করা উচিত নয়। ফুটবল ও মানবসমাজের জন্য যা বাজে উদাহরণ। ' 

'যে-ই এটা করেছে সে শিক্ষিত মানুষ নয়। সে কখনো তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারবে না। তার যদি এতো অভিযোগ থাকে, তাহলে ভালো অনুশীলন করে মাঠে আমার জায়গায় উচিত ছিল। আমি এখানে ছুটি কাটাতে আসিনি। ফুটবল খেলা ও নিজের দেশের প্রতিনিধিত্ব করাটা আমি সবচেয়ে ভালোবাসি। সেটা করতেই এসেছি আমি। '

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের পরের ম্যাচ আগামী ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।