নতুন মৌসুমকে সামনে রেখে নতুন করে দল সাজিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের দিক নির্দেশনায় নতুন মৌসুমের জন্য দল গোছানো হয়েছে।
আগামী মৌসুমে ঘরোয়া তিন শিরোপা- ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলার স্বপ্ন নিয়ে নতুন মৌসুমের পথচলা শুরু করছে তারা। আজ শেখ রাসেল ক্লাব প্রাঙ্গনে দলের ফুটবলারদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর এবং খেলোয়াড় পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি খান জানান তারা তরুন এবং দক্ষ ফুটবলার নিয়ে এবার শক্তিশালী এক দল গঠন করেছেন। আগামী মৌসুমে তিনটি বড় শিরোপাই জয় করার সক্ষমতা এই দলের আছে বলে বিশ্বাস করেন তিনি।
লিয়াকত আলি খান বলেন, ‘আমরা তরুণ এবং অভিজ্ঞ ফুটবলার নিয়ে শক্তিশালী একটা দল গঠন করেছি। আমি বিশ্বাস করি এই দলের বড় তিনটি শিরোপাই জয় করার সক্ষমতা রয়েছে। আমরা সবাই মিলে এই লক্ষ্যে কাজ করে যাবো। ’
দেশেরে সকল খেলাকে এগিয়ে নিতে সমর্থন দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে ফুটবলের উন্নয়নে বিশেষ নজর রয়েছে তার। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন লিয়াকত আলি। ধন্যবাদ জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকেও। দেশের ফুটবল এবং শেখ রাসেল ক্লাবের প্রতি তার অসামান্য অবদানের জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন লিয়াকত আলি।
আজ চুক্তি স্বাক্ষর এবং খেলোয়াড় পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ, ডিরেক্টর অব ফিন্যান্স মোঃ ফখরুদ্দিন, ডিরেক্টর হাবিবুর রহমান খান, মো. আবু বকর, মো. হামিদুল হক, আসাদুজ্জামান এসিএস। ক্লাবের স্থায়ী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল মাজহার, আমিনুল ইসলাম, আবু সোহেল। আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম, খোকন, মো. জাকির হোসেন, নুরুল নবী ভূঁইয়া রাজু।
এছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের অ্যাডভাইজার (ফিন্যান্স) ময়নাল হোসেন চৌধুরি, ফেরদৌস বিন সিদ্দিকী (পিএস টু এমডি), মোসাহিদ (পিএস টু এমডি), রোহিত সেন (পিএস টু এমডি) এবং অন্যান্য কোচিং স্টাফরা।
দলের শক্তি বাড়াতে এবারের মৌসুমে নতুন কোচ নিয়োগ দিয়েছে শেখ রাসেল। এবার ক্লাবের ডাগআউট সামলাবেন নর্থ মেসোডেনিয়ান কোচ ইয়োগোস্লাভ ত্রেনচোভস্কি। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১১ দলের মধ্যে পাঁচ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে শেখ রাসেল। আট জয়, ছয় ড্র এবং ছয় হারে ৩০ পয়েন্ট নিয়ে আসর শেষ করে ক্লাবটি। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে মাত্র দুই পয়েন্ট দূরত্বে ছিল তারা। তবে শেখ জামালের চেয়ে এগিয়ে ছিল ছয় পয়েন্টে।
যদিও মৌসুমের শুরুতে ভিন্ন চিত্র ছিল। নিয়মিত পয়েন্ট হারিয়ে রেলিগেশনের শঙ্কা তাড়া করছিল ক্লাবটিকে। তবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর দলের চিত্র বদলে দিয়েছেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দলকে কক্ষপথে ফিরিয়ে আনার কৃতিত্ব তারই।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে যাওয়ার পাশাপাশি মৌসুমের উদ্বোধনী আসর ইন্ডিপেন্ডেন্ট কাপে রানার্স আপ হয় শেখ রাসেল। এছাড়া ফেডারেশন কাপে চতুর্থ অবস্থানে ছিল ক্লাবটি।
এবারের মৌসুমে কোচিং স্টাফদের পাশাপাশি স্কোয়াডেও থাকছে পরিবর্তন। গত বছরের দল থেকে দিপক রয়, নিহাত জামান উচ্ছ্বাস, মনির আলম, আবিদ আহমেদ এবং সুজন বিশ্বাসকে দেখা যাবে। এবারের মৌসুমে ক্লাবে যোগ দিয়েছেন সুমন রেজা, মিতুল মারমা।
থাকছেন তিন জন অনূর্ধ্ব-২৩ এর ফুটবলার। তারা হলেন তানভীর হোসেন, শাহিন আহমেদ, শহিদুল ইসলাম। এছাড়া অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার চন্দন রয়কেও দলে নিয়েছে শেখ রাসেল। দেশী ফুটবলারদের মধ্যে অন্যরা হলেন, রাকিবুল, নাঈম, রাব্বানী, শাখাওয়াত, আরিফুল, সাগর, আপন, জিনটু, ঈমন, মুন্না, ইকবাল, নিপু, আবু বকর, ফাহিম।
এবারের মৌসুমে পাঁচ বিদেশী ফুটবলারকে দলে নিয়েছে শেখ রাসেল। তারা হলেন হাইতির ফুটবলার ফ্রান্টজেটি হেরার্ড, নাইজেরিয়ার ফুটবলার গানিউ আটান্ডা ওগুনবে, বুরুন্ডির ফুটবলার সেলেমানি লেনড্রি, উজবেকিস্তানের আব্দুলখাকভ আব্দুরখমন এবং জাপানের কোডাই লিডা।
২৭ তারিখ স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এবারের মৌসুমে ভালো কিছুর প্রত্যাশায় রয়েছে ক্লাবটি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এআর/আরইউ