ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

স্বাধীনতা কাপে সহজ গ্রুপে বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
স্বাধীনতা কাপে সহজ গ্রুপে বসুন্ধরা কিংস

বরাবরের মতো এবারও স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম। আগামী ২৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

এর আগে আজ (সোমবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত ১৩তম আসরের ড্র। যেখানে সহজ গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

চার গ্রুপের মধ্যে কেবল একটি গ্রুপে খেলবে চারটি দল, বাকি তিন গ্রুপে তিনটি করে দল। গ্রুপ 'ডি'তে বসুন্ধরা কিংসের সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ নৌবাহিনী। গ্রুপ 'সি'তে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফর্টিস এফসি ও বাংলাদেশ সেনাবাহিনী।

গত আসরের রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্র পড়েছে 'বি' গ্রুপে। সঙ্গে আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটি ও বাংলাদেশ বিমান বাহিনী থাকায় গ্রুপ অফ ডেথ হিসেবেই ধরা হচ্ছে এটাকে।

অন্যদিকে গ্রুপ ‘এ’ তে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গী বাংলাদেশ পুলিশ এফসি ও আবারো প্রথম সারির লিগে ফেরা ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন।  

১৩ দলে অংশগ্রহণে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে। সেই ১৫ ম্যাচের মধ্যে আটটিই হবে  বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাকি দুই ভেন্যু গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তিনটি আর মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে হবে চারটি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।