বরাবরের মতো এবারও স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম। আগামী ২৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।
চার গ্রুপের মধ্যে কেবল একটি গ্রুপে খেলবে চারটি দল, বাকি তিন গ্রুপে তিনটি করে দল। গ্রুপ 'ডি'তে বসুন্ধরা কিংসের সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ নৌবাহিনী। গ্রুপ 'সি'তে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফর্টিস এফসি ও বাংলাদেশ সেনাবাহিনী।
গত আসরের রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্র পড়েছে 'বি' গ্রুপে। সঙ্গে আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটি ও বাংলাদেশ বিমান বাহিনী থাকায় গ্রুপ অফ ডেথ হিসেবেই ধরা হচ্ছে এটাকে।
অন্যদিকে গ্রুপ ‘এ’ তে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গী বাংলাদেশ পুলিশ এফসি ও আবারো প্রথম সারির লিগে ফেরা ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন।
১৩ দলে অংশগ্রহণে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে। সেই ১৫ ম্যাচের মধ্যে আটটিই হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাকি দুই ভেন্যু গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তিনটি আর মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে হবে চারটি ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এআর/এএইচএস