ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

নতুন রূপে নেইমার, মাঠে ফিরবেন কবে?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
নতুন রূপে নেইমার, মাঠে ফিরবেন কবে?

ফুটবল বিশ্বে শুধু খেলার জন্যই বিখ্যাত নন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। স্টাইলের দিক থেকেও সেরার তালিকায় রয়েছেন তিনি।

নানা সময় নানাভাবে স্টাইল পরিবর্তন করে আলোচনায় আসেন এই তারকা। এবর তেমনই এক কাণ্ড ঘটালেন, ন্যাড়া করে ফেলেছেন নিজের মাথা।  

ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড পেজ থেকে এক স্টোরিতে নিজের ‘ন্যাড়া’ মাথার ছবি দিয়ে নেইমার লিখেছেন, ‘নতুন লুক!’ 

নেইমারের এমন লুক অবশ্য নতুন নয়। এর আগেও নানাভাবে নানারকম চুলের স্টাইল করে আলোচনায় এসেছেন তিনি। সান্তোস থেকে শুরু করে বার্সেলোনা ও পিএসজিতে থাকাকালীন দর্শকরা নানা সময় তাকে ভিন্ন ভিন্ন হেয়ারস্টাইলে দেখেছেন। আল হিলালেও যেটির ব্যতিক্রম হয়নি।  

মূলত ২০২৬ বিশ্বকাপ বাছাইর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে ফাউলের শিকার হন নেইমার। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। গুরুতর চোটের কারণে করানো হয় অস্ত্রোপচারও। লম্বা সময় লাগবে তার মাঠে ফিরতে। তাই সময়টা এভাবেই কাটাচ্ছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ এই গোলস্কোরার।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।