ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

নতুন আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চেষ্টায় বাংলাদেশ দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
নতুন আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চেষ্টায় বাংলাদেশ দল

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলায় মাঠে নামবে বাংলাদেশ। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন শুরু করবে তারা।

এই ম্যাচ খেলতে শনিবার রাতে মেলবোর্ন পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। আজ কাবরেরার দল সেখানে প্রথমবার মাঠে অনুশীলন করেছে। অস্ট্রেলিয়ার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে দেশের ফুটবলারদের।

বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার আবহাওয়ার পার্থক্য অনেক। মেলবোর্নে আবহাওয়া দিনের বেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে থাকে। সন্ধ্যার দিকে সেটা নামে দশেরও কমে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্য ফুটবলারদের বেশ কষ্ট হচ্ছে। তবে ইউরোপে লম্বা সময় কাটানো জামাল ভূঁইয়া এবং তারিক কাজির এই আবহাওয়াতে তেমন সমস্যা হচ্ছে না।  

অনুশীলন শেষে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘এখানে আসার দুইদিন পর প্রথমবার অনুশীলন করলাম। বেশ ভালো লাগছে। পুরো দলই অনুশীলন করেছি। আবহাওয়া একটু ঠাণ্ডা। অনেকেরই ঠাণ্ডা লেগেছে। যদিও আমি আর তারিক কাজীর কোনো সমস্যা হচ্ছে না। এ রকম আবহাওয়ার সঙ্গে আমরা পরিচিত। এখানে আমাদের খেলা রাত ৮ টায়। ওই সময় আরো থাকবে। দলের সবাই আত্মবিশ্বাসী এবং ম্যাচের জন্য সবাই শতভাগ প্রস্তুত। ’

ঠাণ্ডার পাশাপাশি অনেক বাতাস মেলবোর্নে। তবে এই বাতাস মাঠে বেশি সমস্যা করবে না, মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘এখানে ঠাণ্ডা ও বাতাস অনেক। তবে এই বাতাস স্টেডিয়ামের মধ্যে তেমন সমস্যা করবে না। যখন বাইরে থাকি যখন কিছুটা সমস্যা করে। ’

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘এখানে অনেক ঠান্ডা এবং বাতাস। বল পায়ে রাখতে খেলোয়াড়দের সমস্যা হচ্ছিলো। নতুন দেশে আসলে প্রথমে এ রকম হয়েই থাকে। ’ সমস্যা যেমন দেখেছেন আবার আশার কথাও শুনিয়েছেন মামুন, ‘আশা করি সময়ের ব্যবধানে এটা ঠিক হয়ে যাবে। অনুশীলনে আমরা টেকনিক্যাল বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছি। অস্ট্রেলিয়ার শক্ত জায়গাগুলোতে ফোকাস করতে চেষ্টা করেছি ছেলেদের। ’

মোহাম্মদ ইব্রাহিম প্রথম দিনের অনুশীলনে খুশি, ‘ওভারঅল ভালো অনুশীলন ছিল প্রথম সেশনে। ঠাণ্ডার কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। কোচ চাচ্ছেন ঠাণ্ডার সঙ্গে আমরা যেন দ্রুত মানিয়ে নিতে পারি। বিশ্বের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে আমরা ডিফেন্স কিভাবে ব্লক করবো প্রথম দিনের অনুশীলনে সেটাই করিয়েছেন কোচ। ’

ভ্রমণ ক্লান্তির জন্য রোববার হাভিয়ের কাবরেরা খেলোয়াড়দের হোটেলেই জিম আর রিকভারি সেশন করিয়েছেন। আজ (সোমবার) প্রথমবারের মতো মাঠে খেলোয়াড়দের করিয়েছেন উইথবল অনুশীলন। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় মেলবোর্নের ইয়ারাভিলে গ্লোরি ফুটবল ক্লাব মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।