ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে ছিটকে গেলেন কামাভিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
ইনজুরিতে ছিটকে গেলেন কামাভিঙ্গা

ইনজুরি পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। বেশ কয়েকজন খেলোয়াড় চোটের কারণে দলের বাইরে রয়েছে।

এবার সেই তালিকায় যুক্ত হলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। ডান হাঁটুর চোটে তিনি ছিটকে গেলেন মাঠের বাইরে।  

গতকাল এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ফ্রান্স জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় চোট পান কামাভিঙ্গা। তার সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি।

রিয়ালে যোগ দেওয়ার পর থেকে দারুণ পারফরম্যান্সে দেখিয়ে যাচ্ছেন কামাভিঙ্গা। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি। তার চোট পাওয়ার আগে আরও একটি দুঃসংবাদ শুনতে হয় লস ব্লাঙ্কোসদের। ব্রাজিলের জার্সিতে খেলতে গিয়ে চোটে পড়েন দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।  

এর আগে হাঁটুতে চোট পেয়ে বাইরে আছেন দলটির থিবো কোর্তোয়া, এদের মিলিতাও ও আর্দা গুলার। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রিয়াল।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।