ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আজ বিশ্রামে বাংলাদেশ; অনুশীলন করবে লেবানন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আজ বিশ্রামে বাংলাদেশ; অনুশীলন করবে লেবানন

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামী ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলনে মাঠে নামবে লেবানন।

অন্যদিকে অস্ট্রেলিয়া থেকে দীর্ঘ ভ্রমণ শেষে গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ। ফলে আজ খেলোয়াড়দের বিশ্রাম দেবেন কোচ হাভিয়ের কাবরেরা।  

গতকাল (শুক্রবার) বিকেল পৌনে ৪টায় উত্তরার পুলিশ মাঠে লেবাননের অনুশীলন করার কথা ছিল। তবে ভ্রমণ ক্লান্তি ও বৃষ্টির জন্য অনুশীলন করেনি মধ্যপ্রাচ্যের দেশটি। আজ (শনিবার) বিকেলে বল নিয়ে তাদের অনুশীলনে নামার কথা রয়েছে।  

অন্যদিকে গতকাল (শুক্রবার) রাত ১০টা নাগাদ ঢাকায় পৌঁছায় জামালরা। এত লম্বা ভ্রমণের পর বাংলাদেশ দল আজ অনুশীলন করবে না। ম্যাচের আগে দুই দিন অনুশীলন করানোর সুযোগ পাবেন হাভিয়ের কাবরেরা।

সাফ চ্যাম্পিয়নশিপে লেবানন অতিথি দল হিসেবে খেলেছিল। বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। শেষ ১০ মিনিটে ২ গোল হজম করে ম্যাচ হারে বাংলাদেশ। এবার কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ভালো কিছু প্রত্যশায় রয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।