ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাই

লেবাননের বিপক্ষে দলে নেই রাকিব-সাদ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
লেবাননের বিপক্ষে দলে নেই রাকিব-সাদ

সর্বশেষ ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ ব্যাবধানে হেরেছে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচে লেবাননের বিপক্ষে আগামী ২১ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

মাঠে নামার আগে দুঃসংবাদ পেতে হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। কার্ডের কারণে খেলতে পারছেন না জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ফরোয়ার্ড রাকিব হোসেন এবং লেফটব্যাক সাদ উদ্দিন।  

গত মাসে ঘরের মাটিতে মালদ্বীপের বিপক্ষে একটি হলুদ কার্ড দেখেছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে মালেতে গোল করার পর জার্সি খুলে উদযাপন করায় হলুদ কার্ড দেখেছিলেন সাদউদ্দীন। এই দুই জন খেলোয়াড় সর্বশেষ মের্লবোনে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। যার কারণে ঘরের মাটিতে লেবাননের বিপক্ষে খেলতে পারছেন না।  

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে দুই ম্যাচে হলুদ কার্ড পেলেই পরের ম্যাচে নিষেধাজ্ঞায় পড়তে হবে তাকে। এমনকি এক ম্যাচের দুইবার হলুদ কার্ড পেলেও সে পরের ম্যাচে নিষিদ্ধ হবেন। তাছাড়া সরাসরি লাল কার্ড পেলেও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হবে। তবে লাল কার্ডের ধরণ দেখে নিষেধাজ্ঞা বাড়ানোর এখতিয়ার রয়েছে ফিফার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই মধ্যে দুই জনের সাসপেনশন বিষয়টি নিয়ে চিঠি পেয়েছে ফিফার কাছ থেকে। গতকাল (শুক্রবার) রাতে মেলবোর্ন থেকে ঢাকায় পা রাখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ফুটবলার না খেলতে পারলেও তাদেরকে ক্যাম্পে রাখা হয়েছে। তাদের পরিবর্তে করা দলে ডাক পাবে এ নিয়ে আজ সিদ্ধান্ত নিবে বাফুফে।

অন্যদিকে মালদ্বীপের বিপক্ষে ঘরের মাটিতে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি মিডফিল্ডার সোহেল রানা। তবে লেবাননের বিপক্ষের ম্যাচে ফিরছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।