ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

দুঃসবাদ পেলো বাংলাদেশ, নিষিদ্ধ ‘সিনিয়র’ সোহেল রানা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
দুঃসবাদ পেলো বাংলাদেশ, নিষিদ্ধ ‘সিনিয়র’ সোহেল রানা

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে সর্বশেষ ঘরের মাটিতে শক্তিশালী লেবাননকে রুখে দিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে একটি হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার ‘সিনিয়র’ সোহেল রানা।

তাতেই কপাল পুড়েছে বাংলাদেশ দলের। আগামী বছর ফিলিস্তিনের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবেন না তিনি।  

মূলত বাছাই পর্বের আগের ম্যাচে ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখেছিলেন রানা। এরপর সর্বশেষ লেবাননের বিপক্ষে হলুদ কার্ড দেখেন। বাছাইয়ে দুই হলুদ কার্ড দেখায় পরের ম্যাচ নিষিদ্ধ হয় ওই খেলোয়াড়। সেক্ষেত্রে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সোহেল রানা।

চলতি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে। গত দুই ম্যাচে নিষেধাজ্ঞার (সাসপেনশন) জন্য খেলতে পারেননি তিন ফুটবলার- রাকিব হোসেন, সাদউদ্দীন ও ‘জুনিয়র’ সোহেল রানা।  

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের বাকি রয়েছে চারটি ম্যাচ। এরই মধ্যে ফাহিম, মোরসালিন, শাকিল, হাসান মুরাদ, বিশ্বনাথ ঘোষ, হৃদয় একটি করে হলুদ কার্ড দেখেছেন। পরের ম্যাচে হলুদ কার্ড দেখলেই নিষিদ্ধ হবে তাদের যে কেউ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।