ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে খেললে আমিও মার খেতাম: নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
আর্জেন্টিনার বিপক্ষে খেললে আমিও মার খেতাম: নেইমার

ম্যাচের শুরুটাই হয়েছে গোলমাল দিয়ে। পরে মাঠের লড়াইও উত্তাপ ছড়ায়।

মারাকানায় সেই ম্যাচটি জিততে পারেনি ব্রাজিল। তবে ম্যাচের উত্তাপ ঠিকই টের পেয়েছেন ইনজুরির কারণে দলে না থাকা নেইমার। এক বার্তায় নিজের অনুভূতির কথা জানান দিলেন তিনি।  

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল বাংলাদেশ সময় সকালে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হওয়ার আগেই স্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। মাঠে না থাকলেও সেই ঘটনা ঠিকই দেখেছেন সেলেসাও সুপারস্টার নেইমার।  

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যাপারে তিনি বলেন, ‘ভালো, ক্লাসিক, উত্তাপময় এবং কঠিন লড়াই। ওই ম্যাচে খেললে আমিও অনেক মার খেতাম, কিন্তু গোলমাল করতে ভুল করতাম না। সবকিছুই যেন পাগলাটে। ’

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।