ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভালো ফলের প্রত্যাশা কিরণের

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
ভালো ফলের প্রত্যাশা কিরণের

আগামী ১ ও ৪ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনাদের বিপক্ষে খেলতে ঢাকায় আসবে সিঙ্গাপুর।

ম্যাচ দুটিতে ভালো ফলের প্রত্যাশা করছেন বাফুফে নারী ফুটবল উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ।  

আজ বাফুফে ভবনে আয়োজিত এক সভা শেষে কিরণ বলেন, 'মেয়েরা বর্তমানে ভালো অবস্থানে আছে। ম্যাচ দুটিতে আমরা ভালো করতে পারবো বলে আমি বিশ্বাস করি। '

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজিত হবে। গোলাম রব্বানী ছোটন দায়িত্ব ছাড়ার পর নারী দলের কোচের পদটি শূন্য অবস্থায় ছিল। সেই শূন্যতা পূরণ করতে নতুন কোচ হিসেবে সাইফুল বারী টিটুর নাম ঘোষণা করে বাফুফে।  

তার অধীনেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কিরণ বলেন, 'কোচ টিটুর অধীনে মেয়েরা ভালোই করছে। আগামী মাচ দুটিতে তারা তার অধীনেই খেলবে। '

সাবিনাদের জন্য বিদেশি কোচ আনার ঘোষণা দিয়েছিল বাফুফে। দ্রুতই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন কিরণ।  তিনি বলেন, 'বিদেশি কোচ আনার প্রক্রিয়া চলছে। তবে এখন এটা নিয়ে কিছু বলতে চাইছি না। দ্রুতই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। '

উল্লেখ্য, এশিয়ান গেমসের পর লেবাননের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। অক্টোবরের শেষ সপ্তাহে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল লেবাননে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ম্যাচ দুটি বাতিল করতে হয়েছে বাফুফেকে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।