ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাফুফে এলিট একাডেমির দায়িত্ব পাচ্ছেন ব্রিটিশ কোচ বাটলার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
বাফুফে এলিট একাডেমির দায়িত্ব পাচ্ছেন ব্রিটিশ কোচ বাটলার

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর এলিট একাডেমির দায়িত্বে আসছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। এ বছরের জুলাইয়ে দায়িত্ব ছেড়ে যাওয়া আরেক ব্রিটিশ কোচ পল স্মলির স্থলাভিষিক্ত হবেন তিনি।

 

স্মলি যাওয়ার পর বাফুফের কোচ রাশেদ আহমেদ পাপ্পু এলিট একাডেমির দেখভাল শুরু করেন। তবে তিনিও ফেডারেশনের দায়িত্ব ছেড়েছেন গেল মাসের শুরুর সপ্তাহে। পাপ্পু দায়িত্ব ছাড়ায় কোচশূন্য হয়ে পড়েছে বাফুফের এলিট একাডেমি। যার কারণে এলিট একাডেমির কার্যক্রম প্রায় বন্ধ। এবার তা পুনরায় চালু করতে পিটার বাটলারকে নিয়োগ দিতে যাচ্ছে বাফুফে।  

বাটলার দীর্ঘদিন কাজ করেছেন ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে। খেলোয়াড়ি জীবনে ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যাম, ওয়েস্ট ব্রমউইচসহ একাধিক ইংলিশ ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বুটজোড়া তুলে রাখার পর ২০০০ সাল থেকে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। বিভিন্ন ক্লাবের পাশাপাশি বতসোয়ানা ও লাইবেরিয়া জাতীয় দলের কোচের দায়িত্বেও দেখা গেছে তাকে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাটলারের দায়িত্ব গ্রহণের কথা ছিল। তবে বড়দিনের ছুটি থাকার কারণে হাতে-কলমে এলিট একাডেমির দায়িত্ব বুঝে নিতে কিছুটা বিলম্ব ঘটছে। ফলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এলিট একাডেমির দায়িত্বে আসবেন বাটলার। এর মধ্যে বাফুফে তার চুক্তি সম্পন্ন করে ফেলার আশ্বাসও দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।