ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজির বড় জয়ে এমবাপ্পে-দেম্বেলের গোল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
পিএসজির বড় জয়ে এমবাপ্পে-দেম্বেলের গোল

কয়েকদিন পরেই চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসলের মুখোমুখি হবে পিএসজি। এর আগে বড় জয়ে নিজেদের ঝালিয়ে নিল ফরাসি জায়ান্টরা।

 

লিগ ওয়ানের ম্যাচে গতকাল প্যারিসিয়ানরা ৫-২ গোলে মোনাকোকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে। ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। গোলের দেখা পেয়েছেন বার্সেলোনার সাবেক তারকা উসমানে দেম্বেলেও।

ঘরের মাঠে ১৮তম মিনিটে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পিএসজি। তবে মিনিট চারেক পর তাকুমি মিনামিনোর গোলে সমতা ফেরায় মোনাকো। যদিও তাদের স্বস্তি কেড়ে নেন মোনাকোর সাবেক তারকা এমবাপ্পে। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। যা লিগের এ মৌসুমে তার ১৪তম। গোলটির উৎস অবশ্য দেম্বেলে। ১৮ গজ বক্সের ভেতর তাকে ফাউল করেন মোনাকোর সাউংআউটউ মাগাসা। সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।  

দ্বিতীয়ার্ধে দেম্বেলে (৭০') ও ভিনিতহা (৭২') যে দুই গোল করেন, তার পেছনেও অবদান রাখেন এমবাপ্পে। ৭৫তম মিনিটে মোনাকোর ফোলারিন বালোগুন ব্যবধান কমান। কিন্তু কোলো মুয়ানির পিএসজির পঞ্চম গোলটি করে মোনাকোকে ম্যাচ থেকেই ছিটকে দেন। ওই ব্যবধান আর কমাতে পারেনি মোনাকো।  

এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল টানা শিরোপার পথে থাকা পিএসজি। তৃতীয় স্থানে আছে মোনাকো।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।