ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংসের রেকর্ড ভাঙতে চান মাজিয়া কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
বসুন্ধরা কিংসের রেকর্ড ভাঙতে চান মাজিয়া কোচ

ঘরের মাঠ কিংস অ্যারেনায় এখন পর্যন্ত কোনও ম্যাচ হারেনি বসুন্ধরা কিংস। সেই রেকর্ড ভাঙতে চান মালদ্বীপের ক্লাব মাজিয়ার কোচ মিলোমির সেসলিজা।

 

এএফসি কাপের গ্রুপ পর্বের ফিরতি লেগের ম্যাচে আগামীকাল বসুন্ধরা কিংসের ঘরের মাঠে খেলবে মাজিয়া। এই ম্যাচে জয় নিয়ে কিংস অপাজেয় যাত্রার রেকর্ড ভাঙতে চান মাজিয়ার কোচ।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাজিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল বসুন্ধরা কিংস। আগামী ম্যাচেও জয়ের জন্য আত্মবিশ্বাসী মাজিয়ার কোচ সেসলিজা। তিনি বলেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামবো। জয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না। আগের ম্যাচের কথা ভিন্ন। বর্তমানের পরিস্থিতি আলাদা। বসুন্ধরা নিজেদের উন্নতি করে এগিয়ে গেছে। তবে ম্যাচের আগে আমার দল জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রয়েছে। ’

ঘরের মাঠে বসুন্ধরা কিংস অপারাজেয়। এটা বাড়াতি চাপ হিসেবে দেখছেন কি না? এমন প্রশ্নের জবাবে সেসলিজা বলেন, ‘রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। হয়তো আগামী ম্যাচেই এই রেকর্ড ভাঙবে। সব কিছুরই একটা শেষ আছে। কে জানে আগামী ম্যাচেই হয়তো এই অপরাজেয় যাত্রার ইতি ঘটতে পারে। ’

বসুন্ধরা কিংসের বিপক্ষে জয়ের পর এএফসি কাপের পরের তিন ম্যাচেই টানা হার দেখেছে মাজিয়া। মোহনবাগানের কাছে ২-১ গোলে হারের পর ওড়িশার কাছে ৬-১ এবং ৩-২ ব্যবধানে হেরেছে দলটি। এবার সেখান থেকে ঘুড়ে দাঁড়াতে চায় তারা।  

মাজিয়ায় মালদ্বীপ জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারই খেলেন। বসুন্ধরা কিংসেও বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মালদ্বীপকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে বাংলাদেশ জাতীয় দল। সেই হিসেবে কিংসের বিপক্ষে ম্যাচের আগে মালদ্বীপের ফলাফল ভাবাচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে মাজিয়ার কোচ বলেন, ‘ঐ ম্যাচের ফলাফল নিয়ে আমরা ভাবছি না। ঐ ম্যাচের ফলাফল আমরা মনে রাখিনি। খেলোয়াড়রা মাজিয়ার হয়ে খেলতে এসেছে। তারা মাজিয়ার হয়ে নিজেদের সেরাটা দেবে। আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে আত্মবিশ্বাসী। ’

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।