ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সূচি ঘোষণার আগেই শেষ মায়ামির আগামী মৌসুমের টিকিট!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
সূচি ঘোষণার আগেই শেষ মায়ামির আগামী মৌসুমের টিকিট!

ইউরোপ ছেড়ে যখন লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। তখনই ক্লাবটির খ্যাতি বাড়তে থাকে।

টিকিট বিক্রি, জার্সি বিক্রির রেকর্ড গড়া ক্লাবটি এবার গড়েছে আরও একটি রেকর্ড। সূচি ঘোষণার আগেই আগামী মৌসুমের সব টিকিট বিক্রি হয়ে গেছে আমেরিকান সকার ক্লাবটির।

এই মৌসুমে অবশ্য প্লে-অফ উতরাতে পারেনি মায়ামি। আশা করা যাচ্ছে আগামী মৌসুমে মেসি তা করে দেখাবে। আর আর্জেন্টাইন এই তারকার জন্যই প্রস্তুত হচ্ছে সমর্থকরা। যে কারণে সূচি ঘোষণা করার আগেই সকল টিকিট বিক্রি হয়ে গেছে।

গতকাল ইন্টার মায়ামি জানায়, ‘ইন্টার মায়ামি ঘোষণা করছে যে, বৃহস্পতিবার ২০২৪ এমএলএস মৌসুমের সকল টিকিট বিক্রি হয়ে গেছে। ’ 

ক্লাবটি আরও জানায় এই মৌসুমে একটি স্পেশাল ব্যবস্থা চালু করছে তারা। ম্যাচের সূচি প্রকাশের পর প্রথমবারের মতো সমর্থকরা সিঙ্গেল টিকিট ক্রয় করতে পারবে। যারা আজ রেজিস্ট্রার করবে তারা আমানতকারী হিসেবে ম্যাচের আগে টিকিট ক্রয় করে রাখতে পারবে।

২০২২ সালের ২০ ডিসেম্বর ঘোষণা করা হয় মেজার লিগ সকারের ২০২৩ মৌসুমের সূচি। ধারণা করা হচ্ছে আগের মতোই এই বছর ২০২৪ সালের সূচি ঘোষণা করা হবে। আগের মৌসুমের মতোই ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে পরবর্তী মৌসুম।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।