ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপ:

একই গ্রুপে মোহামেডান-আবাহনী, কিংস-শেখ রাসেল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
একই গ্রুপে মোহামেডান-আবাহনী, কিংস-শেখ রাসেল

গতবারের দুই ফাইনালিস্ট আবাহনী ও মোহামেডানের এবার ফেডারেশন কাপের গ্রুপেই মুখোমুখি হবে। ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।

‘সি’ গ্রুপে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে শক্তিশালী শেখ রাসেল ক্রীড়া চক্র।

বাংলাদেশ ফুটবল ফেডরেশন (বাফুফে) ভবনে আজ ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০টি দল। 'বি' গ্রুপে খেলবে চারটি দল। ঘরোয়া ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং আবাহনী পড়েছে এই গ্রুপে। সঙ্গে রয়েছে চট্টগ্রাম আবাহনী এবং ব্রাদার্স ইউনিয়ন।

'সি' গ্রুপে খেলবে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, শক্তিশালী শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ফর্টিস এফসি। 'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং রহমতগঞ্জ।  

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপের সঙ্গে তৃতীয় সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। 'বি' গ্রুপে চার দল থাকায় সেই গ্রুপে সর্বনিম্ন হওয়া দলের সঙ্গে বাকি তিন দলের ফলাফল বাদ যাবে। সেই হিসেবে তিন গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলের নতুন ক্রম তৈরি হবে।  

গত মৌসুমের মতো এবারও এক সাথে চলবে ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লিগের খেলা শুরু হবে ২২ ডিসেম্বর। খেলা হবে শুক্র ও শনিবার। ফেডারেশন কাপের ম্যাচ হবে মঙ্গলবার। আগামী ২৬ ডিসেম্বর শুরু হওয়া ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ মে।

ফেডারেশন কাপের খেলা হবে তিন ভেন্যু রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনা, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। এর মধ্যে বেশি ম্যাচ আয়োজিত হবে গোপালগঞ্জে। তিনটি কোয়ার্টার ফাইনাল-ফাইনাল সহ মোট নয়টি ম্যাচ আয়োজিত হবে এই ভেন্যুতে।

গ্রুপিং:
‌'এ': বাংলাদেশ পুলিশ এফসি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
'বি' গ্রুপ: আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।
'সি' গ্রুপ: বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিস এফসি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।