বাজে সময় পেছনে ফেলে আবার যেন ঘুরে দাঁড়াতে শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা তুলে নেয় তারা।
গোপালগঞ্জে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শুরুতে দুই দলই দেখে শুনে খেলেছে। সময় বাড়ার সঙ্গে আক্রমণে মনোযোগী হয় মোহামেডান। ২০ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় সাদা-কালোরা। ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠে মোহামেডান। বক্সে জটলার মধ্য থেকে বল পান মিনহাজুল আবেদীন, তার নেওয়া জোরাল শট অবশ্য আটকে দেন গোলরক্ষক নাঈম।
এই অর্ধে আরো সুযোগ আসে মোহামেডানের সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি ফরোয়ার্ডরা। ৪০ মিনিটে সুযোগ নষ্ট করেন সোলেমান দিয়াবাতে। আরিফের ক্রস ফাকায় পেয়েছিলেন মালির এই ফরোয়ার্ড কিন্তু তার হেড চলে যায় পোস্ট ঘেঁষে বাইরে।
দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জের ওপর আরো চাপ বাড়ায় মোহামেডান। অবশেষে ম্যাচের ডেডলক খোলে ৭২ মিনিটে। বক্সের ঠিক উপর থেকে নিচু বাঁকানো ফ্রি কিকে জাল খুঁজে নেন মোজাফ্ফরভ। গোলরক্ষক নাঈম প্রতিরোধের কোনো সুযোগই পাননি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে মোহামেডান।
আগামী ১৮ ডিসেম্বর হবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে সাদা-কালোদের প্রতিপক্ষ অন্য সেমিফাইনালে লড়ছে বসুন্ধরা কিংস-আবাহনী।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এএইচএস