ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

সালাউদ্দিনের অস্ত্রোপচার ২৮ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
সালাউদ্দিনের অস্ত্রোপচার ২৮ ডিসেম্বর

হৃদযন্ত্রের জটিলতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী ২৮ ডিসেম্বর তার হৃদযন্ত্রের অস্ত্রোপচারের কথা জানানো হয়েছে বাফুফের পক্ষ থেকে।

 

কাজী সালাউদ্দিনের অপারেশন আরো দিন তিনেক আগেই করার কথা ছিল। ক্রমাগত কাশির জন্য চিকিৎসকগণ অপারেশন বিলম্বে করার সিদ্ধান্ত নেন। দুই দফা পিছিয়ে এখন পরশু দিন অপারেশনের নতুন তারিখ হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন বাফুফে ভবনে এসে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচন করেন বাফুফে সভাপতি। ঐ দিনই ফুটবলাঙ্গনে তার সর্বশেষ বিচরণ।  

এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হৃদযন্ত্রের কয়েকটি ব্লক ধরা পড়ে এনজিওগ্রামে। সেই ব্লক নিরসনে রিং প্রতিস্থাপনে যথেষ্ট নয় সার্জারিই প্রয়োজন। কাজী সালাউদ্দিনের বয়স ৭০ বছর। এই বয়সে হৃদযন্ত্রের অপারেশন বেশ ঝুঁকিপূর্ণ। অপারেশনর আগে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন কাজী সালাউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।