ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

নাপোলির ‘নতুন ম্যারাডোনা’ এখন পিএসজির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
নাপোলির ‘নতুন ম্যারাডোনা’ এখন পিএসজির খিচা কাভারাস্কেইয়া/সংগৃহীত ছবি

খেলার ধরনের কারণেই খিচা কাভারাস্কেইয়াকে ডাকা হতো 'জর্জিয়ান মেসি' নামে। তবে নাপোলিতে যোগ দেওয়ার পর তার নাম হয়ে যায় 'কাভারাডোনা'।

তবে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এই জর্জিয়ান উইঙ্গারের। তার নতুন গন্তব্য পিএসজি।  

কাভারাস্কেইয়ার সঙ্গে নাপোলির চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। সেই চুক্তি বাতিল হওয়ার পর ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তিতে কাভারাস্কেইয়াকে দলে ভিড়িয়েছে ফরাসি জায়ান্টরা। তার দলবদলের জন্য নাপোলিকে ৬ কোটি ইউরো ফি দিতে হচ্ছে প্যারিসিয়ানদের। এছাড়া অ্যাড অন হিসেবে থাকছে ১ কোটি ইউরো।  

এবারের জানুয়ারির উইন্ডোতে পিএসজির চুক্তি করা প্রথম খেলোয়াড় হচ্ছেন কাভারাস্কেইয়া। তাকে পেতে ২০২২ সাল থেকে চেষ্টা করে আসছিল ফরাসি চ্যাম্পিয়নরা। বিশেষ করে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর তার বিকল্প খুঁজতে গিয়ে কাভারাস্কেইয়ার ওপর নজর পড়ে পিএসজির।  

কিন্তু শুরুতে ১ কোটি ৩৩ লাখ ইউরোয় যোগ দেওয়া কাভারাস্কেইয়াকে ছাড়তে চায়নি নাপোলি। ক্লাবটিতে যোগ দিয়েই সিরি 'আ' জিতেছিলেন তিনি। যা আবার ইতালির সর্বোচ্চ পর্যায়ে ৩৩ বছরে নাপোলির প্রথম শিরোপা। এর সর্বশেষ নাপোলিকে ইতালির সেরা বানিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। যে কারণে কাভারাস্কেইয়াকে তুলনা করা হতো ম্যারাডোনার সঙ্গে।

প্রথম মৌসুমেই শিরোপা জেতার পরও নিজের ফর্ম ধরে রেখেছিলেন কাভারাস্কেইয়া। এই মৌসুমেও ১৯ ম্যাচে ৫ গোল ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। তবে এত সাফল্যের পরও কাভারাস্কেইয়া নিজেই নাপোলি কোচ আন্তোনিও কন্তের কাছে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।  

কাভারাস্কেইয়াকে দলে নেওয়ার পেছনে পিএসজির উদ্দেশ্য মূলত আক্রমণভাগের শক্তি বৃদ্ধি। ফরাসি লিগ ওয়ানে ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। কিন্তু চ্যাম্পিয়নস লিগে তাদের অবস্থা ভালো নয়। ৬ রাউন্ড শেষে ৩৬ দলের মধ্যে তাদের অবস্থান ২৫তম স্থানে। প্লে অফ খেলতে হলেও সেরা ২৪-এর মধ্যে থাকতে হবে তাদের। সেই লড়াইয়ে টিকে থাকতে আগামী বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে হবে পিএসজিকে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।