ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

পাঁচ বছরের জন্য পিএসজিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বেরাওদু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
পাঁচ বছরের জন্য পিএসজিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বেরাওদু

মৌসুমের মাঝামাঝি সময়ে এসে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক লুকাস বেরাওদুকে দলে ভিড়িয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো থেকে প্যারিসে পাড়ি জমিয়েছেন তিনি।

 

গতকাল এক বিবৃতিতে বেরাওদুকে দলে ভেড়ানোর কথা জানায় পিএসজি। পাঁচ বছরের জন্য তাকে দলে ভেড়ানো হয়েছে বলে জানায় ক্লাবটি।  

ব্রাজিলিয়ান শীর্ষ লিগে সাও পাওলোর শুরুর একাদশের নিয়মিত সদস্য ছিলেন বেরাওদু। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন তিনি।

এদিকে লিগ ওয়ানে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে লুইস এনরিকের দল।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।