ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

ভবিষ্যৎ নিয়ে এখনো ভাবেননি এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
ভবিষ্যৎ নিয়ে এখনো ভাবেননি এমবাপ্পে

পিএসজির সঙ্গে কি নতুন চুক্তি করবেন কিলিয়ান এমবাপ্পে, নাকি ফ্রি ট্রান্সফারে আগামী গ্রীষ্মে পাড়ি জমাবেন অন্য ক্লাবে? সেই জল্পনাকল্পনা এখনো বিদ্যমান। জানুয়ারিতেই শুরু হয়েছে এবারের শীতকালীন দলবদল।

আর দলবদল মানেই এমাবাপ্পেকে নিয়ে নাটকীয়তা।

ভবিষ্যতের ব্যাপারটি অবশ্য এখনো ঝুলিয়ে রেখেছেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ক্লাব ছাড়বেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেননি। গতকাল তুলুসকে ২-০ গোলে হারিয়ে ফরাসি সুপার কাপ জেতার পর তিনি বলেন, ‘বছরের শুরুতে দারুণ উজ্জীবত রয়েছি। যা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শিরোপা জেতার বাকি রয়েছে এবং একটি ইতোমধ্যেই জিতেছি। ’

‘আমি এখনো সিদ্ধান্ত নিইনি। নিজের পছন্দও ঠিক করিনি। এখানে আমার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নয়। সর্বশেষ গ্রীষ্মে সভাপতির (পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি) সঙ্গে আমার সে ধরনের চুক্তি হয়েছিল। বলা হয়েছিল, আমরা সব পক্ষের স্বার্থ রক্ষা করে চলব এবং ক্লাবের প্রশান্তি (শৃঙ্খলা) বজায় রাখব। তাই আমি বলব, আমার সিদ্ধান্ত এখন গৌণ ব্যাপার। ’

২০২১-২২ মৌসুমের শেষ দিকে নাটকীয়ভাবে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন এমবাপ্পে। যার মেয়াদ চলতি মৌসুম পর্যন্তই। এবারও কি শেষ দিকে এসে এমনটা করবেন এই ফরোয়ার্ড?

তিনি বলেন, ‘এমনটা আমি ২০২২ সালের মে মাসের শেষ দিকে করেছি। কারণ, মে মাস শেষ না হওয়া পর্যন্ত কিছু্ই জানতাম না। যদি আমি জানিই যে কী করতে চাই, তাহলে অপেক্ষা করছি কেন? এর কোনো মানে হয় না। যেমনটা আমি আগেও বলেছি, আমার কাছে এখন (পিএসজির হয়ে) শিরোপা জেতা গুরুত্বপূর্ণ। আমরা এই মাত্র (গত রাতে) একটি জিতলাম, আরও জেতার ব্যাপারে সংকল্পবদ্ধ। ক্লাবের ভেতরে আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি না। এটা নিয়ে কারও আগ্রহও নেই। ’

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।